Panchayat Election 2023: ‘সুপ্রিম’ ধাক্কার পর ব্যস্ততা কমিশনের অফিসে, নেওয়া হচ্ছে আইনি পরামর্শ
State Election Commission: শীর্ষ আদালতের বিচারপতি নাগারত্না স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করা হবে না। আর এরপরই রাজ্য নির্বাচন কমিশনের অফিসে তৎপরতা শুরু। আইনজীবীদের সঙ্গে কথা বলছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। জরুরি আলোচনা সেরে নিচ্ছেন।
কলকাতা: হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টেও (Supreme Court) জোর ধাক্কা খেল রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) কেন্দ্রীয় বাহিনী নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের রায়কেই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি নাগারত্না স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করা হবে না। আর এরপরই রাজ্য নির্বাচন কমিশনের অফিসে তৎপরতা শুরু। আইনজীবীদের সঙ্গে কথা বলছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। জরুরি আলোচনা সেরে নিচ্ছেন।
বিশেষ করে সুপ্রিম কোর্টের নির্দেশে পরে কীভাবে মোতায়েন করা হবে, কোথায় কত বাহিনী মোতায়েন করা প্রয়োদন, কত বাহিনী দরকার, সেই সব নিয়েই কমিশনের কর্তারা বৈঠক করছেন বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর। উল্লেখ্য, গতকাল সন্ধেয় কমিশনের অফিস থেকে বেরোনোর সময় রাজীব সিনহা জানিয়ে দিয়েছিলেন, সুপ্রিম কোর্টের নির্দেশের জন্য়ই অপেক্ষা করছিলেন তাঁরা। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি। আর এরপরই কমিশনের অফিসে এই ব্যস্ততা। কমিশনের তরফে জেলাশাসক ও পুলিশ সুপারদের আরও বেশি করে অ্যাসেসমেন্ট করার কথাও বলা হয়েছে বলে জানা যাচ্ছে।
আইনজীবী মহলের একাংশের কথায়, সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরও সেটিকে চ্যালেঞ্জ করে আইনি লড়াইয়ের পথ থাকছে। তবে সেদিকে হাঁটার সম্ভাবনা কম রাজ্য নির্বাচন কমিশনের। প্রথমে কলকাতা হাইকোর্টে ধাক্কা এবং তারপর সুপ্রিম কোর্টেও ধাক্কা… আদালতে পর পর এই ধাক্কার পর আপাতত আইনজীবীদের থেকে প্রয়োজনীয় পরামর্শ নিয়ে রাখছে কমিশন। কেন্দ্রীয় বাহিনী আনতে গেলে, কত সংখ্যক বাহিনী প্রয়োজন… এর পাশাপাশি রাজ্য পুলিশের কত বাহিনী নেওয়া যেতে পারে, সেই সব দিকগুলি নিয়ে শেষ মুহূর্তের জরুরি আলোচনা সেরে নেওয়া হচ্ছে বলে খবর। কমিশনের হাতে সুপ্রিম কোর্টের নির্দেশের কপি এখনও এসে পৌঁছয়নি। তার আগে জরুরি এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।