Prasun Banerjee on Tapas: ‘আপনার চেয়ে বড় নেতা এই নিউটাউন, সল্টলেকে নেই’, তাপসের পাশে দাঁড়িয়ে তৃণমূলের বিড়ম্বনা বাড়ালেন প্রসূন
Newtown: কিছুদিন আগেই নিউটাউনে অনুষ্ঠিত হয় তৃণমূলের বিজয়া সম্মিলনী। সেখানে ডাক পাননি রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। এরপরই ক্ষোভ উগরে দেন তিনি।
কিছুদিন আগেই নিউটাউনে অনুষ্ঠিত হয় তৃণমূলের বিজয়া সম্মিলনী। সেখানে ডাক পাননি রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। এরপরই ক্ষোভ উগরে দেন তিনি। তাপস বলেন, “নিউটাউনে কোনও অনুষ্ঠানেই আমি থাকি না। অন্য দল থেকে এসেছি বলে আর কী কী পরীক্ষা দিতে হবে জানি না। আমি বোধ হয় চাকরের কাজের যোগ্য, বাবুর কাজের যোগ্য নয়। কেউ কেউ জন্মেছেন বাবুর কাজ করার ভাগ্য নিয়ে, কেউ কেউ জন্মেছেন চাকরের কাজ করার জন্য।” তাপস চট্টোপাধ্যায়ের এই বক্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে জলঘোলা কম হয়নি। আবারও শিরোনামে রাজারহাট-নিউটাউনের বিধায়ক।
এবার তাঁর পাশে দাঁড়ালেন দলের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। কালীপুজোর উদ্বোধনে নিউটাউনে যান হাওড়ার সাংসদ প্রসূন। সেখানেই স্থানীয় বিধায়কের ভূয়সী প্রশংসা শোনা যায় তাঁর গলায়। প্রসূন বলেন, “তাপসবাবু আপনি চিন্তা করবেন না, দুঃখ পাবেন না। তৃণমূল কংগ্রেসের হয়ে আমি বলে যাচ্ছি আপনি চালিয়ে যান। আপনার চেয়ে বড় নেতা এই নিউটাউন থেকে আরম্ভ করে সল্টলেক থেকে আরম্ভ করে কোথাও নেই। কে কী বলল, কে কী করল কিচ্ছু যায় আসে না। আপনি নিজের যোগ্যতায় বাংলার শ্রেষ্ঠ বিধায়ক হবেন, দেখবেন।” যদিও প্রসূনের এই বক্তব্যকে বিশেষ আমল দিতে নারাজ দল। দলের মুখপাত্র কুণাল ঘোষের কথায়, “প্রসূনদা সবাইকে ভালবাসেন। যাঁর রক্তদান অনুষ্ঠানে যান, তাঁকে সেদিনের শ্রেষ্ঠই বলেন।”