আগামী ৪৮ ঘণ্টা সাবধান! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতিভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে
বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।
কলকাতা: সন্ধ্যায় একপশলা বৃষ্টিতে সামান্য গা ভিজেছে কলকাতার। তবে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৪৮ ঘণ্টায় রীতিমতো ভারী বৃষ্টি হতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও অতিবর্ষণ জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে আগামী দু’দিন কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে বলে খবর। সঙ্গে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।
বুধবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহারে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটারের বেশি। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে আগামিকাল অতিভারী বৃষ্টি হতে পারে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদীয়া জেলায়। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কিন্তু কেন আবার বৃষ্টির ভ্রুকুটি দেখা দিচ্ছে বাংলা জুড়ে? হাওয়া অফিস জানাচ্ছে, মৌসুমী অক্ষরেখা জামশেদপুর ও দীঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। একই সঙ্গে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও ওড়িশা উপকূলে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপের অভিমুখ হবে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। ওড়িশা, ছত্তীসগঢ় হয়ে এটি মধ্যপ্রদেশের দিকে যাবে। দক্ষিণা বাতাস শক্তিশালী হওয়ায় প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। যে কারণে আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টি দেখবে দক্ষিণবঙ্গ। আরও পড়ুন: ছাত্রীকে বাইরে বার করে পোশাক পাল্টাতেন গৃহশিক্ষিকা, আলমারি খুলে হাঁ সেনানীর পরিবার!