Weather Update: আর কদিন চলবে এই গরমের দাপট? কোন কোন জেলায় জারি তাপপ্রবাহের সতর্কতা?
Weather Update: দক্ষিণবঙ্গের পাশাপাশি তাপমাত্রা বাড়ছে উত্তরবঙ্গেও। আগামী কয়েকদিনে আরও এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
কলকাতা: গত আট বছরে দ্বিতীয় উষ্ণতম বর্ষবরণের সাক্ষী থেকেছে কলকাতা (Kolkata)। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারা ছুঁয়েছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। তবে এখনই গরম কমার কোনও লক্ষণ নেই বলেই আবহাওয়া দফতর সূত্রে খবর। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে তাপপ্রবাহ চলবে বৃহস্পতিবার পর্যন্ত। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়বে। শুক্রবার পর্যন্ত সবথেকে বেশি গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে বলে জানতে পারা যাচ্ছে।
আরও নির্দিষ্ট করে বললে আগামী দুদিনে অন্তত দুই ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে জানা যাচ্ছে। এরপর একইরকম পরিস্থিতি বজায় থাকবে আরও দুই থেকে তিন দিন। মোটের উপর এখনও যা পূর্বাভাস তাতে জানা যাচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে। তাপপ্রবাহের পরিস্থিতি বা গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে শুক্রবার পর্যন্ত। আপাতত চার-পাঁচ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রীতিমতো শুকনো ও অস্বস্তিকর গরমে ভুগতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দুই থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেশি থাকবে বলে জানা যাচ্ছে। বেলা বাড়লেই বইবে লু। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা আগামী বৃহস্পতিবার পর্যন্ত।
দক্ষিণবঙ্গের পাশাপাশি তাপমাত্রা বাড়ছে উত্তরবঙ্গেও। আগামী কয়েকদিনে আরও এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বালুরঘাটে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে পারদ। আবহাওয়াবিদদের আশঙ্কা দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গেও তাপপ্রবাহের একটি স্পেল আসতে পারে! সেক্ষেত্রে বুধবার থেকে উত্তরবঙ্গের পার্বত্য দুই-তিন জেলা ছাড়া বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন আবহাওয়াবিদরা। মালদা ও দুই দিনাজপুরের কোথাও কোথাও লু বইতে পারে।
এদিন সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রাও ২৯.৬ ডিগ্রি সেলসিয়াসে উঠে গেছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল ৩৯.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমছে। গত ২৪ ঘন্টায় কলকাতার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৪৫ থেকে ৮৮ শতাংশ।