Kunal Ghosh on Saayoni Ghosh: উল্টোরথে উপোস করে দুর্বল হয়ে পড়েছেন সায়নী! বললেন কুণাল

Kunal Ghosh on Saayoni Ghosh: বর্তমানে যুব তৃণমূলের দায়িত্বে থাকা সায়নীকে গত ২৪ ঘণ্টায় দেখা যায়নি কোথাও। সূত্রের খবর, হোয়াটসঅ্যাপ গ্রুপেও সক্রিয় থাকছেন না।

Kunal Ghosh on Saayoni Ghosh: উল্টোরথে উপোস করে দুর্বল হয়ে পড়েছেন সায়নী! বললেন কুণাল
সায়নী সম্পর্কে মুখ খুললেন কুণালImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 29, 2023 | 5:23 PM

কলকাতা: ইডি তলব করার পর থেকেই নাকি বেপাত্তা সায়নী ঘোষ। যুব তৃণমূলের সভানেত্রীকে তলব করা হয়েছে নিয়োগ দুর্নীতি মামলায়। সেই নোটিসে সাড়া দিয়ে শুক্রবার তিনি সিজিও কমপ্লেক্সে যাবেন কি না, তা নিয়ে জল্পনা বাড়ছে। তবে প্রশ্ন উঠেছে, কোথায় সায়নী? কোনও দলীয় কর্মসূচিতে দেখা যাচ্ছে না তাঁকে। বাড়িতেও নাকি দেখা পাওয়া যাচ্ছে না। এই জল্পনার মাঝে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করলেন, উপোস করে নাকি দুর্বল হয়ে পড়েছেন সায়নী।

পেশায় অভিনেত্রী সায়নী ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দেন। বিধানসভা ভোটে হেরে গেলেও দলে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয় তাঁকে। বর্তমানে যুব তৃণমূলের দায়িত্বে থাকা সায়নীকে গত ২৪ ঘণ্টায় দেখা যায়নি কোথাও। সূত্রের খবর, হোয়াটসঅ্যাপ গ্রুপেও সক্রিয় থাকছেন না।

এ বিষয়ে প্রশ্ন করা হলে কুণাল ঘোষ বলেন, “রথ, উল্টোরথ গেল, উপোস ছিল হয়ত, বলতে পারব না। জগন্নাথ দেবের পুজোর ব্যাপার আছে।” কিন্তু দলের কর্মসূচিতে নেই কেন? কুণালের জবাব, “উপোস করে যদি দুর্বল লাগলে জেলায় গিয়ে হাঁটবেন নাকি! আমার সঙ্গে কথা হয়নি। তবে আমার ধারনা উল্টোরথে উপোস করেছিলেন, দুর্বল আছেন।”

একই সঙ্গে রাজনৈতিক ষড়যন্ত্রের তত্ত্বও তুলেছেন তিনি। তাঁর দাবি, সায়নীকে যে সময়ে তলব করা হল, সেই সময়টাই বলে দিচ্ছে যে এটা উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, ভোটের মুখে কখনও অভিষেককে ডাকা হচ্ছে, কখনও তাঁর স্ত্রী-কে ডাকা হচ্ছে, কখনও শাসক দলের নেতাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে।

প্রাথমিক দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের সম্পত্তি সংক্রান্ত লেনদেনের সঙ্গে সায়নীর নাম জড়িয়েছে বলে সূত্রের খবর। সে কারণেই তাঁকে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। জানতে পারা যাচ্ছে। আয়কর রিটার্নের হিসেবও দিতে বলা হয়েছে সায়নীকে, চাওয়া হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি।