Saayoni Ghosh: নো ফোন, নো হোয়াটসঅ্যাপ, যোগাযোগ করতে পারছেন না তৃণমূলও! ইডি ডাকতেই ‘উবে’ গেলেন সায়নী

Saayoni Ghosh: ইডি নোটিস দেওয়ার পর পেরিয়ে গিয়েছে ২৪ ঘণ্টা। কিন্তু বাড়িতে কিংবা অফিসে বা কোনও সভায় দেখা নেই সায়নীর। নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী পুজো উদ্বোধনেও যাননি, দলের হয়ে পঞ্চায়েতের প্রচারেও তাঁকে দেখা যায়নি।

Saayoni Ghosh: নো ফোন, নো হোয়াটসঅ্যাপ, যোগাযোগ করতে পারছেন না তৃণমূলও! ইডি ডাকতেই 'উবে' গেলেন সায়নী
তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Jun 29, 2023 | 3:45 PM

কলকাতা: শিক্ষায় দুর্নীতিতে এবার ডাক পড়েছে অভিনেতা তথা তৃণমূল নেত্রী সায়নী ঘোষের। তৃণমূলের যুব সভানেত্রীকে ইডি তলব করেছে। শুক্রবার তাঁর হাজিরা দেওয়ার কথা। ইডি নোটিস দেওয়ার পর পেরিয়ে গিয়েছে ২৪ ঘণ্টা। কিন্তু বাড়িতে কিংবা অফিসে বা কোনও সভায় দেখা নেই সায়নীর। নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী পুজো উদ্বোধনেও যাননি, দলের হয়ে পঞ্চায়েতের প্রচারেও তাঁকে দেখা যায়নি। তাহলে কি আত্মগোপন করলেন? শুক্রবার আদৌ কি ইডি দফতরে হাজিরা দেবেন তিনি। ইডি সূত্রে খবর, এখনও সায়নী কিংবা তাঁর আইনজীবী কোনও যোগাযোগ করেননি। আদৌ শুক্রবার তিনি আসছেন কিনা, সেটাও জানে না ইডি।

তৃণমূল সূত্রে খবর, রাজ্য যুব সভাপতির যে হোয়াটসঅ্যাপ গ্রুপ তাতেও গত দু’দিনে অ্যাক্টিভ নন সায়নী ঘোষ। ওই গ্রুপে বিভিন্ন খবরাখবর আদানপ্রদান হয়, সেখানে এ বিষয়ে কোনও আপডেট নেই। যোগাযোগ করা সম্ভব হচ্ছে না তাঁর ঘনিষ্ঠদের সঙ্গেও। এক্ষেত্রে দুটি সম্ভাবনা প্রবল। সূত্রের খবর, তিনি নিজে ইডি দফতরে না গিয়ে আইনজীবী মারফত চিঠি দিতে পারেন। যদিও এখনও পর্যন্ত এই নিয়ে কোনও স্পষ্ট বার্তা নেই।

সায়নী ঘোষকে তাঁর দলের নির্ধারিত কর্মসূচিতেও দেখা যাচ্ছে না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডাকার পরই এক জন রাজনৈতিক নেতৃত্বের এইভাবে ‘উধাও’ হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

তবে এক্ষেত্রে উল্লেখ্য, তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যতবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে ডাকা হয়েছে, সে খবর তাঁর দফতর থেকেই সংবাদমাধ্যমকে জানানো হয়েছে।