বাংলা-ওড়িশার পথে আসছে ‘ইয়াস’, কবে সম্ভাবনা দুর্যোগের?

আমফানে বিপর্যস্ত হয়েছিল বাংলা। সাইক্লোনের জেরে মৃত্যু হয়েছিল বহু মানুষের। বিদ্যুতহীন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লেগেছিল বেশ কিছু দিন।

বাংলা-ওড়িশার পথে আসছে 'ইয়াস', কবে সম্ভাবনা দুর্যোগের?
ফাইল ছবি
Follow Us:
| Updated on: May 19, 2021 | 7:54 PM

কলকাতা: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। সম্ভাব্য অভিমুখ হতে চলেছে বাংলা-ওড়িশা উপকূলে। মৌসম ভবন জানিয়েছে, ২২ মে আন্দামান সাগর লাগোয়া পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় সেটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ২৬ মে আছড়ে পড়বে সেই ঝড়। ঘূর্ণিঝড়ের নাম হবে ‘ইয়াস’। ওমানের দেওয়া নাম। আরবি শব্দটির অর্থ, জুঁই।

সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে ২৫ মে বিকেল থেকে বৃষ্টিপাত শুরু হবে পশ্চিমবঙ্গে। পরে বৃষ্টির দাপট বাড়বে। ঝড়ের গতি কেমন হতে পারে, তা আরও একটু সময় গেলে স্পষ্ট হবে। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে ২৫ মে থেকেই শুরু হয়ে যাবে ব্যাপক বৃষ্টিপাত। আর কিন্তু তার আগে গরম খুব একটা কমবে না। অর্থাৎ ২৫ মে পর্যন্ত রাজ্যে পারদ চড়বে তাপমাত্রার। তবে ২৫ মে থেকে ঝড়ের প্রভাবে তামপাত্রা কমতে পারে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের ঝড়ের জন্য বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ২৫ মে-র আগে তাঁদের উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সদ্য ভারতের উপকূলে দাপট দেখিয়েছে সাইক্লোন ‘তাউটে’। গুজরাটের উপকূলে আছড়ে পড়েছে চরম তীব্র ঘূর্ণিঝড়। এই পরিস্থিতিতে নতুন করে নিম্নচাপ দুশ্চিন্তা বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মৌসম ভবনের দেওয়া দু’সপ্তাহের আউটলুক থেকে একটা জিনিস স্পষ্ট, ওডিশা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ বা মায়ানমার উপকূলের দিকেই এগোতে পারে সম্ভাব্য শক্তিশালী নিম্নচাপ। আর এ রাজ্যে দুই ২৪ পরগণাকে নিয়েই ভয় বেশি। তাই, ওই দুই জেলাকে সতর্ক করা হয়েছে। বুধবারই নির্দেশ দেওয়া হয়েছে ত্রাণ শিবির প্রস্তুত রাখার জন্য।

আরও পড়ুন: সিবিআই অফিসারদের হুমকি! নারদ মামলায় যুক্ত হল খোদ মুখ্যমন্ত্রীর নাম

এ দিকে আজও রাজ্যের বিভিন্ন জায়গায় বজ্র-বিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আংশিক মেঘলা থাকবে আকাশ। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গত কয়েকদিনেও সন্ধের পর ঝড়-বৃষ্টি কিছুটা স্বস্তি দিয়েছে রাজ্যবাসীকে। যদিও দিনের তাপমাত্রা থাকছে অনেকটাই বেশি।