EURO 2020: নায়ক হয়ে উঠতে চান ইনসিগনে, মোরাতারা

এ বারের ইউরোয় স্পেনের মাঝমাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন পেড্রি (Pedri)। মেগা সেমিফাইনালে মাঝমাঠের দখল নিতে তৈরি লা রোজারা। যদিও চোটের জন্য সেমিফাইনালে অনিশ্চিত ইতালির ফরোয়ার্ড সারাবিয়া (Sarabia)।

EURO 2020: নায়ক হয়ে উঠতে চান ইনসিগনে, মোরাতারা
ইউরো ২০২০: অপেক্ষায় প্রহর গুণছে দুই শিবিরই। ছবি: টুইটার
Follow Us:
| Updated on: Jul 06, 2021 | 2:39 PM

ওয়েম্বলি: ইতালি (Italy) আর স্পেন (Spain)। দুই শিবিরে তারকার ছড়াছড়ি। মেগা সেমিফাইনাল ঘিরে তাতছে দুই পক্ষই। চলতি ইউরোয় দুরন্ত ছন্দে ইতালি (Italy)। ট্র্যাডিশন ভেঙে নতুন ইতালি এখন আক্রমণে ফুল ফোটাচ্ছে। ইনসিগ্নে, ইম্মোবাইল জোড়া ফলা ইতালির আক্রমণে ক্রমশ ধারাল হচ্ছে। পরিবর্ত হিসেবে মাঠে নেমে চমক দিচ্ছেন পেসিনা (Pessina)। আজুরিদের রিজার্ভ বেঞ্চও বেশ শক্তিশালী। তবে লেফট ব্যাক লিওনার্দো স্পিনাজ্জোলা (Leonardo Spinazzola) চোট পেয়ে ছিটকে যাওয়ায় কিছুটা হলেও দুশ্চিন্তায় মানচিনি (Roberto Mancini)। চলতি ইউরোয় দুরন্ত ফর্মে ছিলেন তিনি। সেমিফাইনালে লেফট ব্যাকে খেলবেন এমারসন। মাঝমাঠে ভরসা ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফুটবলার জর্জিনো, বারেল্লা, ভেরাত্তিরা। স্পেনের মাঝমাঠ আর আক্রমণের খেলা বন্ধ করাই প্রধান লক্ষ্য রবার্তো মানচিনির।

ইতালির ভরসা

লোরেঞ্জো ইনসিগনে

ম্যাচ ৪ গোল ২ সঠিক পাস ৮০.৮% দূরত্ব অতিক্রম ৪০.৩ কিমি গতির ঝড় ৩০.৮ কিমি/ঘণ্টা

নিকোলো বারেল্লা

ম্যাচ ৪ গোল ১ অ্যাসিস্ট ১ সঠিক পাস ৮৪.৩% দূরত্ব অতিক্রম ৪২.২ কিমি গতির ঝড় ৩১ কিমি/ঘণ্টা

মার্কো ভেরাত্তি

ম্যাচ ৩ অ্যাসিস্ট ২ সঠিক পাস ৯৫.৭% দূরত্ব অতিক্রম ২৮.২ কিমি গতির ঝড় ২৭.৪ কিমি/ঘণ্টা

স্প্যানিশ আর্মাডা চলতি ইউরোয় (Euro 2020) হঠাত্‍ই জ্বলে উঠতে শুরু করেছে। এই স্পেন (Spain) দলে জর্ডি আলবা (Jordi Alba) আর বুস্কেতস (Sergio Busquets) বাদে অধিকাংশই তরুণ ফুটবলার। মাঝমাঠ আর আক্রমণই লুই এনরিকের (Luis Enrique) সেরা অস্ত্র। ইতালির আক্রমণ রুখতে রক্ষণ নিয়ে বাড়তি চিন্তা করতেই হচ্ছে স্পেনের কোচকে। এ বারের ইউরোয় স্পেনের মাঝমাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন পেড্রি (Pedri)। মেগা সেমিফাইনালে মাঝমাঠের দখল নিতে তৈরি লা রোজারা। যদিও চোটের জন্য সেমিফাইনালে অনিশ্চিত ইতালির ফরোয়ার্ড সারাবিয়া (Sarabia)।

আরও পড়ুন: EURO 2020 : মানচিনি বনাম এনরিকে, আজকের ইউএসপি দুই কোচের মস্তিষ্ক

             স্পেনের ভরসা

জর্ডি আলবা

ম্যাচ ৫ অ্যাসিস্ট ২ বল উদ্ধার ২৭ সঠিক পাস ৮৬.৪% দূরত্ব অতিক্রম ৫১.২ কিমি গতির ঝড় ৩১.৫ কিমি/ঘণ্টা

দানি ওল্মো

ম্যাচ ৪ অ্যাসিস্ট ২ সঠিক পাস ৭৮.৫% দূরত্ব অতিক্রম ২৯.৪ কিমি গতির ঝড় ২৮.৬ কিমি/ঘণ্টা

আলভারো মোরাতা

ম্যাচ ৫ গোল ২ সঠিক পাস ৮৫.২% দূরত্ব অতিক্রম ৪৬ কিমি গতির ঝড় ৩২ কিমি/ঘণ্টা

ইতালির রক্ষণে দুই অভিজ্ঞ বোনুচ্চি আর কিয়েল্লিনি। স্পেনের রক্ষণের ভার থাকছে লাপোর্তের কাঁধে। সঙ্গী হিসেবে খেলতে পারেন এরিক গার্সিয়া। দুই শিবিরের ফুটবলাররাই প্রস্তুত মেগা সেমিফাইনালে নিজেদের সেরাটা উজাড় করে দিতে।