Weather Update: মঙ্গলবার থেকেই ফের ঘুরছে খেলা, বড় আপডেট দিল হাওয়া অফিস

Weather Update: কলকাতায় রবিবার বিকাল থেকে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। তবে বৃষ্টি হলেও তীব্রতা কম থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

Follow Us:
| Edited By: | Updated on: May 12, 2024 | 4:19 PM

কলকাতা: সপ্তাহভর চলেছে বৃষ্টি। শেষদিন রবিবারেও রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও ঝড়ের তীব্রতা কম থাকবে। অন্যদিকে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গে। বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও থাকছে। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চললেও মঙ্গলবার থেকে ধীরে ধীরে বদলে যাবে পরিস্থিতি। ফের পারদের ঊর্ধ্বমুখী গ্রাফ দেখতে পাওয়া যাবে। আপাতত মৎসজীবীদের জন্যও আলাদা করে কোনও সতর্কবার্তা দিচ্ছে না হাওয়া অফিস। 

তবে সুখবর এই যে তাপমাত্রা ফের বাড়তে থাকলেও আগামী এক সপ্তাহ বাংলায় নতুন করে তাপপ্রবাহের কোনও সতর্কবার্তা দিচ্ছে না হাওয়া অফিস। পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নীচে থাকবে। পরবর্তী তিন দিনে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬০ থেকে ৯৩ শতাংশের আশপাশে।

কলকাতায় রবিবার বিকাল থেকে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। তবে বৃষ্টি হলেও তীব্রতা কম থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। অন্যদিকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস সঙ্গে বজ্রবিদ্যুতেরও দেখা মিলতে পারে। সে কারণেই বৃষ্টি সময় বাইরে না থাকাই শ্রেয় বলে মনে করছেন আবহাওয়াবিদরা। 

অন্যদিকে উত্তরবঙ্গে পার্বত্য এলাকা ও সংলগ্ন এলাকায় বেশি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। সোমবার দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে।