IPL 2022: করোনার থাবা, পুনে থেকে সরল দিল্লি-পঞ্জাব ম্যাচ
করোনা ক্রমশ চ্যালেঞ্জা জানাতে শুরু করেছে আইপিএলকে। দিল্লি ক্যাপিটালসের ৫ ক্রিকেটার সংক্রমিত। মিচেল মার্শ হাসপাতালে। এই পরিস্থিতিতে দিল্লি-পঞ্জাব ম্যাচ পুনে থেকে সরানো হল মুম্বইয়েই।
মুম্বই: করোনা ক্রমশ চাপে ফেলে দিচ্ছে আইপিএলের ১৫তম সংস্করণকে (IPL 2022) । ফিজিও প্যাট্রিক ফার্হার্টের সংক্রমণ দিয়ে দিল্লি ক্যাপিটালসে (Delhi Capitals) ঢুকে পড়েছিল করোনা। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শও আক্রান্ত হয়েছেন। শুধু তাই নয়, টিমের চিকিৎসক অভিজিৎ সালভি এবং সাপোর্ট স্টাফ টিমের এক সদস্যও করোনার কবলে। বাকিদের নিয়ে ততটা চাপ না থাকলেও মার্শকে ভর্তি করতে হয়েছে হাসপাতালে। তাঁর করোনার উপসর্গ দেখা দিয়েছে। সব মিলিয়ে ৫জন আক্রান্ত। এতেই শেষ নয়, মুম্বইয়ের যে হোটেলে রয়েছে ঋষভ পন্থের দিল্লি টিম, তার চারজন কর্মীও আক্রান্ত হয়েছেন। যা খানিকটা হলেও ভয় পাইয়ে দিয়েছে বিসিসিআইকে (BCCI)। সোমবার পুনে যাওয়ার কথা ছিল পুরো টিমের। সেখানেই তাদের পরবর্তী ম্যাচ পঞ্জাব কিংসের বিরুদ্ধে। করোনার থাবায় পুনে যাওয়া হয়নি পন্থের টিমের। হোটেলের রুমেই আইসোলেশনে রাখা হয় তাঁদের। পর পর দু’দফায় ব়্যাপিড টেস্টের পর অবশ্য খানিকটা স্বস্তি পেয়েছে বোর্ড। নতুন করে আর কারওরই রিপোর্ট পজিটিভ আসেনি।
করোনার কারণেই আবার দিল্লি-পঞ্জাব ম্যাচ পুনের বদলে সরানো হল মুম্বইয়ে। সূচি অনুযায়ী নির্ধারিত দিনে ম্যাচ রাখা হলেও কিন্তু আশঙ্কা থাকছে। বুধবার সকালে আর এক দফায় আরটি পিসিআর টেস্ট হবে। তার পরই সিদ্ধান্ত নেওয়া হবে, এই ম্য়াচ হবে কিনা। বোর্ডের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ১৬ এপ্রিল থেকে নিয়মিত দিল্লি টিমের ব়্যাপিড টেস্ট হচ্ছে। চতুর্থ রাউন্ডের ফলাফল নেগেটিভ এসেছে। ২০ এপ্রিল সকালেও আর এক দফা টেস্ট হবে।’ আইপিএলের কোভিড বিধি অনুযায়ী যদি কোনও ম্যাচ নির্ধারিত দিনে না হয়, তা হলে পরে রাখা হবে। দিল্লি-পঞ্জাব ম্যাচ বুধবার না হলে কবে হবে, তা সিদ্ধান্ত নেবে গভর্নিং কাউন্সিল। আইপিএলের এক কর্তা বলছেন, ‘যা পরিস্থিতি, তাতে সূচি অনুযায়ী ম্যাচ আয়োজন করতে অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। দিল্লির টিমের ১২জন ক্রিকেটার ম্যাচের জন্য তৈরি। যদি নুন্যতম ১২জন না থাকে, তা হলে আইপিএল কমিটি এ নিয়ে সিদ্ধান্ত নেবে।’
আরও পড়ুন: IPL 2022: টিভি ভিউয়ারশিপ পড়ছে আইপিএলের, চিন্তা বাড়ছে বিজ্ঞাপনী দুনিয়ার