Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Speaker on Governor: সংবিধানে সমাধান আছে, রাজভবন থেকে হলফনামা চেয়ে ঠিক করেনি হাইকোর্ট: স্পিকার

Speaker on Governor: মাসের পর মাস রাজ্যপালের কাছে পড়ে রয়েছে উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিল, তা নিয়ে প্রশ্ন তুলেই মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। তার প্রেক্ষিতেই আদালত হলফনামা চেয়েছে। কিন্তু স্পিকারের মতে, সেই হলফনামা চেয়ে ঠিক করেনি আদালত।

Speaker on Governor: সংবিধানে সমাধান আছে, রাজভবন থেকে হলফনামা চেয়ে ঠিক করেনি হাইকোর্ট: স্পিকার
উপাচার্য বিলের মামলা সম্পর্কে স্পিকারের মন্তব্যImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 13, 2023 | 3:55 PM

কলকাতা: রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের চরম সংঘাতের মাঝেই রাজভবনের কাছে হলফনামা চেয়েছে কলকাতা হাইকোর্ট। তবে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায়ের মতে, এভাবে হলফনামা চাওয়া যায় না রাজভবনের কাছে। এটা না করলেই ভাল হত বলে মন্তব্য করেছেন তিনি। উপাচার্য নিয়োগ সংক্রান্ত একটি বিল বিধানসভায় পাশ হয়ে গেলেও রাজ্যপাল তাতে সই করেননি। কেন সেই বিল মাসের পর মাস রাজ্যপালের কাছে পড়ে রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলে মামলা হয়েছিল আদালতে। তার প্রেক্ষিতেই আদালত হলফনামা চেয়েছে।

বুধবার এ বিষয়ে প্রশ্ন করা হলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায় বলেন, “হাইকোর্টের সেই অধিকার নেই বলেই আমার ব্যক্তিগত অভিমত। এটা না করলেই ভাল হত। সংবিধানেই এর সমাধান আছে। তবে মাননীয় বিচারপতি নিশ্চয় জানেন। আমি এ নিয়ে কোনও মন্তব্য করব না।” স্পিকার আরও বলেন, ‘কোনও বিল বিধানসভায় পাস হওয়ার পর তা রাজ্যপালের কাছে পাঠালে তিনি বিবেচনার জন্য ফেরত পাঠাতেই পারেন। তিনি মনে করলে রাষ্ট্রপতির কাছেও পাঠাতে পারেন। তাঁকে যে সই করতেই হবে, এমন কোনও কথা সংবিধানে বলা হয়নি।’

শুধুমাত্র উপাচার্য নিয়োগের বিল নয়, একাধিক বিল পড়ে রয়েছে রাজভবনে। সই হয়নি আচার্য বিলেও। মঙ্গলবার হাইকোর্টে সেই মামলা উঠলে, বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায় প্রশ্ন করেছিলেন, সাংবিধানিক সঙ্কট তৈরি হলেও কি প্রশ্ন করতে পারে না? অন্যদিকে, কেন্দ্রের তরফে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য দাবি করেন, সংবিধান অনুযায়ী, রাজ্যপালকে আদালতের আইনি প্রক্রিয়ার আওতায় আনা যায় না। আগামী ৪ অক্টোবর রাজভবনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।