‘আমি খেলোয়াড়, বার পুজো করবই’, রাজুর প্রত্যয়ে কমিশনের ‘পক্ষপাতিত্ব’ দেখছেন মদন

পাল্টা বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায় (Raju Banerjee) বলেন, 'আমি নিজে একজন খেলোয়াড়। খেলব তো বটেই। বিজেপি প্রার্থী হওয়া ছাড়া কি আমার আর পরিচয় নেই! আমি তো আজ হালখাতাও করব। আমি তো কোনও অন্যায় করিনি।' 

'আমি খেলোয়াড়, বার পুজো করবই', রাজুর প্রত্যয়ে কমিশনের 'পক্ষপাতিত্ব' দেখছেন মদন
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Apr 15, 2021 | 3:20 PM

উত্তর ২৪ পরগনা: ভোটমুখী বঙ্গে, চতুর্থ দফার নির্বাচনে রাজনৈতির হিংসা দেখেছে বাংলা। শীতলকুচি কাণ্ডের জেরে কড়া পদক্ষেপ নিয়েছে কমিশন ( Election Commission)। নতুন নিয়মে নির্বাচনের বাহাত্তর ঘণ্টা আগে কোনও ভোটকেন্দ্রে কোনও দলীয় রাজনৈতিক প্রচার করা যাবে না বলেই ঘোষণা করেছে কমিশন। এ বার, সেই বিধিভঙ্গের অভিযোগ উঠল কামারহাটির বিজেপি (BJP) প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিযোগ করলেন স্বয়ং কামারহাটির তৃণমূল (TMC) প্রার্থী মদন মিত্র (Madan Mitra)।

তৃণমূল নেতার অভিযোগ, বুধবার সন্ধ্যে ৬টার পর থেকেই প্রচার আটকে দেয় পুলিশ। কিন্তু, নববর্ষের সকালে কামারহাটির বিজেপি প্রার্থী রাজু ওরফে অনিন্দ্য় বন্দ্যোপাধ্যায় দক্ষিণেশ্বর ইয়ং মেন অ্যাসোসিয়েশনের মাঠে  এলাকার মানুষ ও কচিকাচাদের সঙ্গে বার পুজো করেন। পুজোর আড়ালে আসলে জনসংযোগই করছেন, এমনটাই অভিযোগ করেন মদন (Madan Mitra)। তিনি স্পষ্টই বলেন, ‘নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে। কোনওভাবেই এটা নিরপেক্ষতা নয়। এ সব কমিশনের চোখে পড়ছে না। রাজু খেলতে চায় তো, খেলুক। এমন খেলুক যে ২ মে-র পর ও গোলপোস্টের বাইরে চলে যায়।’

পাল্টা বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায় (Raju Banerjee) বলেন, ‘আমি নিজে একজন খেলোয়াড়। খেলব তো বটেই। বিজেপি প্রার্থী হওয়া ছাড়া কি আমার আর পরিচয় নেই! আমি তো আজ হালখাতাও করব। আমি তো কোনও অন্যায় করিনি।’

এই ঘটনায় সংযুক্ত মোর্চার তরফে সিপিআইএম (CPIM) প্রার্থী সায়নদীপ মিত্র বলেন, ‘তৃণমূল ও বিজেপি একইবৃন্তে দুটি ফুল। মদন মিত্র ও রাজু ব্যানার্জি দুজনেই সমান। সমাজবিরোধীদের মতো কাজ করছে। আমাদের নামে এমন অভিযোগ দেখাতে পারবে? রাজু বন্দ্য়োপাধ্য়ায় আর মদন মিত্রকে গৃহবন্দি করে রাখা উচিত।’

আরও পড়ুন: ‘সিপিএম করলে হাত কেটে নেব’,তৃণমূল নেতার হুমকির মুখে নানুরের বিদায়ী বিধায়ক