AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Coffee Skin Care: পুজোর আগে মাথার চুল থেকে পায়ের নখ ঝকঝকে করে তুলুন এক চামচ কফি দিয়ে

Home Remedies: ডেটে যান বা অফিসে কাজের বিরতি— কফির কাপে চুমুক দিলেই মনমেজাজ ফুরফুরে হয়ে যায়। কিন্তু পুজোর আগে বৃষ্টিমুখর দিনে শুধু মনকে ভাল রাখার জন্য কফি খেলে চলবে না। পুজোর আগে নিষ্প্রাণ ত্বক, চুলের হাল ফেরাতেও কাজে লাগান কফিকে।

Coffee Skin Care: পুজোর আগে মাথার চুল থেকে পায়ের নখ ঝকঝকে করে তুলুন এক চামচ কফি দিয়ে
Image Credit: gruizza/E+/Getty Images
| Updated on: Sep 27, 2024 | 2:09 PM
Share

ডেটে যান বা অফিসে কাজের বিরতি— কফির কাপে চুমুক দিলেই মনমেজাজ ফুরফুরে হয়ে যায়। কিন্তু পুজোর আগে বৃষ্টিমুখর দিনে শুধু মনকে ভাল রাখার জন্য কফি খেলে চলবে না। পুজোর আগে নিষ্প্রাণ ত্বক, চুলের হাল ফেরাতেও কাজে লাগান কফিকে। হাতের কাছে কফি থাকলে পুজোর মুখে আর পার্লারে যাওয়ার দরকার পড়বে। কফির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বক ও চুলের দেখভালে সাহায্য করে। একাধিক মুশকিলকে আসান করে দিতে পারে কফি।

ত্বক এক্সফোলিয়েশন: ত্বক থেকে মৃত কোষ পরিষ্কার করতে সাহায্য করে কফি। কফির গুঁড়োর সঙ্গে নারকেল তেলে মিশিয়ে স্ক্রাব বানিয়ে নিন। স্নানের সময় এই মিশ্রণটি দিয়ে ত্বকের উপর স্ক্রাব করুন। এতে ত্বকের জেল্লা ফিরবে এবং রক্ত সঞ্চালন বাড়বে।

চুলের মাস্ক: গরমের জলের সঙ্গে কফি ফুটিয়ে নিন। মিশ্রণটিকে ঠান্ডা হতে দিন। শ্যাম্পু করার পর এই কফির মিশ্রণ চুলে মেখে নিন। কয়েক মিনিট রেখে ধুয়ে ফেলুন। চুলে কফি মাখলে পাকা চুলের সমস্যা থাকবে না। পাশাপাশি চুল অনেক বেশি মসৃণ ও উজ্জ্বল দেখাবে।

আন্ডারআই মাস্ক: চোখের তলায় কালি কারওই ভাল লাগে না। কফি দিয়ে ডার্ক সার্কেল দূর করতে পারেন। কফির সঙ্গে মধু মিশিয়ে চোখের তলায় রাখুন। ১৫-২০ মিনিট রাখুন এবং তারপর মুখ ধুয়ে ফেলুন। টানা এক সপ্তাহ কফির আন্ডারআই মাস্ক মাখলেই ডার্ক সার্কেল উধাও হবে।

ফুট স্ক্রাব: জুতোর ফাঁক দিয়ে পায়ের যেটুকু চামড়া দেখা যায়, তা রোদ-জলে কালো হয়ে যায়। এই ট্যান তুলতে কালঘাম ছুটে যায়। কফির গুঁড়োর সঙ্গে হলুদ গুঁড়ো, টক দই ও গোলাপ জল মিশিয়ে ফুট স্ক্রাব বানিয়ে নিন। এই ফুট স্ক্রাব পায়ের উপর ঘষুন। মিনিট পাঁচেক রেখে পা ধুয়ে ফেলুন।

ঠোঁটের স্ক্রাব: কফি গুঁড়োর সঙ্গে মধু মিশিয়ে ঠোঁটের উপর স্ক্রাব করুন। এতে ঠোঁটের উপর থাকা মৃত কোষ পরিষ্কার হয়ে যাবে। পাশাপাশি ঠোঁট নরম হয়ে উঠবে। এমনকি ঠোঁটের কালচে দাগও পরিষ্কার হয়ে যাবে।