কমলালেবুর খোসা না ফেলে শীতভর জমিয়ে রাখুন, সারাবছরের প্রসাধনীর খরচ বাঁচবে
Orange Peels for Beauty: রোজ একটা করে কমলালেবু খাচ্ছেন। আর খোসাগুলো কী করেন? কমলালেবু যেমন স্বাস্থ্যের জন্য উপকারী, তেমনই এই ফলের খোসা ত্বকের জন্য ভাল। কমলালেবুর খোসায় প্রচুর পরিমাণে পুষ্টি এবং প্রাকৃতিক তেল রয়েছে, যা ত্বকের জন্য উপকারী।
রোজ একটা করে কমলালেবু খাচ্ছেন। আর খোসাগুলো কী করেন? কমলালেবু যেমন স্বাস্থ্যের জন্য উপকারী, তেমনই এই ফলের খোসা ত্বকের জন্য ভাল। কমলালেবুর খোসায় প্রচুর পরিমাণে পুষ্টি এবং প্রাকৃতিক তেল রয়েছে, যা ত্বকের জন্য উপকারী। গোটা শীত ধরে যদি কমলালেবু খোসা জমিয়ে রাখেন, সারাবছরের প্রসাধনীর খরচ কমে যাবে। ফেসপ্যাক থেকে ফেস স্ক্রাব, সবই তৈরি করা যায় কমলালেবুর খোসা দিয়ে। এমনকি চুলের দেখভালও করে কমলালেবুর খোসা। তাই কীভাবে এই উপাদানের সঙ্গে বন্ধুত্ব পাতাবেন, রইল টিপস।
কমলালেবুর খোসার ফেসপ্যাক
কমলালেবুর খোসা রোদে শুকিয়ে গুঁড়ো করে নিন। এবার এই কমলালেবুর খোসার গুঁড়োর সঙ্গে টক দই বা মধু মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এবার এই ফেসপ্যাক মুখে মেখে রাখুন ১৫-২০ মিনিট। এরপর মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক আপনার ত্বককে উজ্জ্বল করে তুলবে এবং প্রাকৃতিক জেল্লা এনে দেবে। পাশাপাশি ব্রণ ও দাগছোপের সমস্যা দূর করবে।
বডি স্ক্রাব
কমলালেবুর খোসার গুঁড়োর সঙ্গে অল্প চিনি ও অলিভ অয়েল মিশিয়ে নিন। স্নানের সময় এই বডি স্ক্রাব দিয়ে হাতে-পায়ে লাগিয়ে স্ক্রাব করুন। এই বডি স্ক্রাব ত্বকের উপরিতলে জমে থাকা মৃত কোষ পরিষ্কার করে দেবে। এতে ত্বক অনেক বেশি মসৃণ ও কোমল হয়ে উঠবে। এই বডি স্ক্রাব ব্যবহার করে স্নান করলে ত্বকে সতেজ দেখাবে।
কমলালেবুর খোসার টোনার
ত্বকে রাতারাতি সতেজতা পেতে টোনার ব্যবহার করতে পারেন। শুকনো কমলালেবুর খোসা ডিসটিলড জলে কিছুদিন ভিজিয়ে রাখুন। তৈরি আপনার কমলালেবুর খোসার টোনার। এই টোনার আপনার ত্বকের রোমকূপ পরিষ্কার করতে এবং ওপেন পোরস দূর করতে সাহায্য করে। এটি আপনার ত্বককে সতেজও করে তুলবে।
কমলালেবুর খোসার তেল
এসেনশিয়াল অয়েল কেনার বদলে কমলালেবুর খোসা দিয়ে বাড়িতে বানিয়ে নিন। একটি জারে শুকনো কমলালেবুর খোসা ভরে নিন। এতে জোজোবা অয়েল বা আমন্ড তেল ভরে রেখে দিন। এই জারটিকে ঘরের কোনও শুষ্ক ও অন্ধকার জায়গায় কয়েক সপ্তাহের জন্য রেখে দিন। এরপর কমলালেবুর খোসাগুলো তুলে ফেলে দিন। এই তেল অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানে পরিপূর্ণ। এই তেল আপনি ত্বকের উপর মালিশ করতে পারেন।
চুলের যত্নে কমলালেবুর খোসা
জলের সঙ্গে শুকনো কমলালেবুর খোসা ফুটিয়ে নিন। এরপর এই জল ছেঁকে স্প্রে বোতলে ভরে নিন। শ্যাম্পু করার পর এই জল আপনি চুলে স্প্রে করতে পারেন। চুলের দুর্গন্ধ দূর করে দেবে কমলালেবুর খোসা।