Skin Care: শীতে নিস্তেজ ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনবেন কীভাবে? আপনার জন্য রইল ৪টি ফেসপ্যাকের সন্ধান

শীতে ত্বক যাতে পুষ্টি পায়, ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য আর আর্দ্রতা যাতে বজায় থাকে তার জন্যই আপনি ব্যবহার করতে পারে বাড়িতে তৈরি ফেসপ্যাক।

Skin Care: শীতে নিস্তেজ ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনবেন কীভাবে? আপনার জন্য রইল ৪টি ফেসপ্যাকের সন্ধান
ত্বকের সমস্যার সমাধান হল বাড়িতে তৈরি ফেসপ্যাক
Follow Us:
| Edited By: | Updated on: Jan 07, 2022 | 12:49 PM

শীতে যেমন বাড়ে শরীরের নানা সমস্যা তেমনই ত্বকেও নানা সমস্যা দেখা দেয়। শীতকালে আবহাওয়া থাকে শুষ্ক আর এই প্রভাব পড়ে আমাদের ত্বকেও। চামড়া খসখসে হয়ে যায়, টান পড়ে। প্রাকৃতিক আর্দ্রতাও নষ্ট হয়ে যায়। বাইরে দূষণ যেমন বেশি থাকে তেমনই শীতে ক্রিম, ময়েশ্চারাইজার. তেল-সবই ব্যবহার করা হয়। সারাদিন ক্রিম, ময়েশ্চারাইজার মাখার ফলে মুখের উপর একটা ময়লার আস্তরণ পড়ে। এর ফলে নষ্ট হয়ে যায় ত্বকের উজ্জ্বলতা।

শীতে ত্বক যাতে পুষ্টি পায়, ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য আর আর্দ্রতা যাতে বজায় থাকে তার জন্যই আপনি ব্যবহার করতে পারে বাড়িতে তৈরি ফেসপ্যাক। ত্বকের বিষয়ে আমরা সকলেই সচেতন। প্রাকৃতিক পুষ্টি সমৃদ্ধ উপাদান ব্যবহার করলে তা ত্বকের ওপর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ফেলে না। তাই ঘরে তৈরি ফেসপ্যাক আপনার ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনার পাশাপাশি ত্বককে পুষ্টি দান করবে। এর জন্য কী-কী ফেসপ্যাক আপনি ব্যবহার করতে পারবেন, দেখে নিন…

অলিভ অয়েল এবং কফির তৈরির ফেস প্যাক

এই ফেসপ্যাকটি তৈরি করতে এক থেকে দুই চামচ অলিভ অয়েল নিয়ে তাতে এক চামচ কফি মেশান। ভালো করে মিশিয়ে নিন। এই ফেসপ্যাকটি আপনার মুখ এবং ত্বকে লাগান। ১৫ মিনিটের জন্য এটি ত্বকের ওপর রেখে দিন। এরপর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

চন্দনের ফেস প্যাক

উজ্জ্বল ত্বক পেতে এক চা চামচ চন্দন গুঁড়ো এক চা চামচ মধুর সাথে মিশিয়ে নিন। এতে ১ থেকে ২ চা চামচ অ্যালোভেরা জেল মেশান। এই প্যাকটি আপনার ত্বককে হাইড্রেট করবে। এটি আপনার ত্বকের ওপর প্রয়োগ করুন এবং ১৫ মিনিটের জন্য রেখে দিন। ১৫ মিনিট পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

বিটরুট এবং মুলতানি মাটির ফেস প্যাক

একটি পাত্রে এক টেবিল চামচ মুলতানি মাটির গুঁড়ো, ৩/৪ চা চামচ বিটরুট গুঁড়ো, এক থেকে দুই টেবিল চামচ দই এবং এক থেকে দুই ফোঁটা বাদাম তেল মেশান। এটি আপনার ত্বকে ওপর প্রয়োগ করুন এবং 15 মিনিটের জন্য রেখে দিন। ১৫ মিনিটের জন্য রেখে দিন। ১৫ মিনিট পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বককে নরম করতে সাহায্য করবে।

নারকেল তেল এবং চিনির ফেসপ্যাক

শীতে শুষ্ক ও প্রাণহীন ত্বক থেকে মুক্তি পেতে নারকেল তেল ব্যবহার করুন। একটি পাত্রে এক থেকে দুই টেবিল চামচ নারকেল তেল এবং চিনি মিশিয়ে নিন। এটি আপনার শুষ্ক এবং প্রাণহীন ত্বকে আলতোভাবে প্রয়োগ করুন। ২০ মিনিটের জন্য এটি ছেড়ে দিন। হালকা স্ক্রাব করে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন এবং পার্থক্য নিজেই অনুভব করুন।

আরও পড়ুন: বার্ধক্যের ছাপকে নিয়ন্ত্রণ করুন ঘরোয়া উপায়ে! ব্যবহার করুন অ্যান্টি-এজিং ফেস মাস্ক