ভ্যালেন্টাইন্স ডে’র রাতের পার্টিতে সেজে উঠুন সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট অনুভার টিপসে

ডিনারের প্ল্যান করেছে পার্টনার? কীভাবে সাজবেন কিছুতেই বুঝে উঠতে পারছেন না? আপনাকে টিপস দিলেন সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট অনুভা দাওয়ার।

ভ্যালেন্টাইন্স ডে'র রাতের পার্টিতে সেজে উঠুন সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট অনুভার টিপসে
Follow Us:
| Updated on: Feb 14, 2021 | 7:05 PM

ডিনারের প্ল্যান করেছে পার্টনার? কীভাবে সাজবেন কিছুতেই বুঝে উঠতে পারছেন না? আপনাকে টিপস দিলেন সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট অনুভা দাওয়ার।

পোশাক

প্রেমের রঙ লাল। অনুভার মতে তাই সঙ্গিনীর পোশাকে আজ থাকুক শুধুই লালের ছোঁয়া। শহরে শীতও কমে এসেছে ক্রমশ। সেক্ষেত্রে শীতের সন্ধেতে নিজেকে সাজিয়ে তুলুন ‘লিটল রেড ড্রেসে’। স্টিলেটো নয়। পায়ে থাকুক লেদার বুট। সঙ্গীর ক্ষেত্রে থাকুক সাদা শার্ট এবং কালো ব্লেজারের ক্লাসিক লুক। জুতোতেও থাকুক ফর্মালের ছোঁয়া।

জুয়েলারি লালের সঙ্গে ডায়মন্ড জুয়েলারির জুড়ি নেই। গলায় থাকুক ছোট্ট পেন্ডেন্ট। তাতে যদি থাকে সঙ্গীর ছবি তাহলে প্রেম জমে ক্ষীর। ডায়মন্ড পরে বাইরে বেরতে বাইরে ভয় হয় সেক্ষেত্রে বিকল্প হতে পারে অক্সিডাইজড জুয়েলারি। সঙ্গীর হাতে থাকুক শুধুই ঘড়ি।

মেকআপ সঙ্গিনীর ক্ষেত্রে চুল খুলে রাখা যেতেই পারে। তবে অনুভা জানাচ্ছেন, চুলের ক্ষেত্রে ভাল টপ নট বান। চোখে থাকুক উইনগড আইলাইনার। স্মোকি আইজ ট্রাই করতে পারেন। ভারি সাজ চাইলে থাকুক চেরি রেড লিপস্টিক। হাল্কা সাজ চাইলে থাকুক নুড লিপস্টিক।