Cucumber Hair Mask: শসার রস মাথায় মাখলেই চুল পড়া কমবে, ভ্রু না কুঁচকে পরখ করে দেখুন আজই

Long Hair Care: শসা চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। শুনে চমকে গেলেন? শসাকে চুলের যত্নে কাজে লাগালে আপনিও মানতে বাধ্য হবেন। শসার রসে সিলিকন, ক্যালশিয়াম, সালফার রয়েছে। এই প্রতিটা উপাদান চুলের দেখভাল করার ক্ষেত্রে দুর্দান্ত কাজ করে।

Cucumber Hair Mask: শসার রস মাথায় মাখলেই চুল পড়া কমবে, ভ্রু না কুঁচকে পরখ করে দেখুন আজই
Follow Us:
| Updated on: May 17, 2024 | 12:03 PM

সালফার ও পটাশিয়ামে ভরপুর শসা চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। শুনে চমকে গেলেন? শসাকে চুলের যত্নে কাজে লাগালে আপনিও মানতে বাধ্য হবেন। শসার রসে সিলিকন, ক্যালশিয়াম, সালফার রয়েছে। এই প্রতিটা উপাদান চুলের দেখভাল করার ক্ষেত্রে দুর্দান্ত কাজ করে। নিয়মিত শসার রস দিয়ে চুল ধুলেই বুঝতে পারবেন তফাৎ।

শসার মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিন ও মিনারেল রয়েছে, যা চুলকে ক্ষয়ের হাত থেকে পুনরুদ্ধার করতে সাহায্য করে। শসা খেলেও শরীর হাইড্রেটেড থাকে এবং এখান থেকেও চুলের স্বাস্থ্য উন্নত হয়। শসা খেয়েও আপনি চুল পড়া প্রতিরোধ করতে পারেন। স্বাস্থ্যোজ্জ্ব‌ল পেতে গেলে রোজ শসা খান আর শসার রস চুলে মাখুন। শসা দিয়ে বানিয়ে ফেলুন ৩টে সহজ হেয়ার মাস্ক।

১) একটা শসা মিক্সিতে পেস্ট করে রসটা ছেঁকে নিন। এবার এই শসার রসের সঙ্গে ডিম ও অলিভ অয়েল মিশিয়ে মসৃণ পেস্ট বানিয়ে নিন। এই হেয়ার মাস্ক চুলের আগা থেকে ডগা ভাল করে মেখে নিন। ১৫ মিনিট রাখুন। তারপর পরিষ্কার জল দিয়ে চুল ধুয়ে ফেলুন।

২) শসার রসের সঙ্গে ৫-৬ চামচ টক দই, অ্যাপেল সিডার ভিনিগার ও অলিভ অয়েল মিশিয়ে শসার হেয়ার মাস্ক বানিয়ে নিন। এই ক্রিমি মিশ্রণটি ভাল করে চুল ও স্ক্যাল্পে লাগিয়ে নিন। এবার আঙুলের সাহায্যে ৫-১০ মিনিট স্ক্যাল্পে মালিশ করুন। এরপর ৩০ মিনিট অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু করে নিন। এতেই পেয়ে যাবেন মনের মতো চুল।

৩) হেয়ার মাস্কের পাশাপাশি কন্ডিশনার হিসেবেও ব্যবহার করতে পারেন শসার রসকে। শসার রসের সঙ্গে ডিম ও অলিভ অয়েল মিশিয়ে যে হেয়ার মাস্কটা বানিয়ে ছিলেন, সেটাকেই কন্ডিশনার হিসেবে ব্যবহার করুন। শুষ্ক চুলের উপর এই কন্ডিশনার প্রয়োগ করুন এবং ভাল করে মালিশ করুন। ৩০ মিনিট রেখে ভাল করে চুল ধুয়ে নিন। সপ্তাহে একদিন এই কন্ডিশনার ব্যবহার করলেই চুলের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবেন।