দীপিকা নাকি খুশি, একই পোশাকে কার ফ্যাশন নজর কাড়ল?

কাকে বেশি ফ্যাশনেবল দেখতে লাগছে? চাইলে আপনিও ঠিক এভাবেই সাজতে পারেন।

দীপিকা নাকি খুশি, একই পোশাকে কার ফ্যাশন নজর কাড়ল?
খুশি কাপুর এবং দীপিকা পাড়ুকোন।
Follow Us:
| Updated on: Feb 03, 2021 | 7:20 PM

দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এবং খুশি কাপুর (Khushi Kapoor)। প্রথমজন বলি ইন্ডাস্ট্রির প্রথম সারির তারকা। তাঁর সঙ্গে ছবি করবেন বলে অপেক্ষা করেন প্রযোজক-পরিচালকরা। আর অন্যজন স্টার কিড। বনি কাপুর এবং শ্রীদেবীর কন্যা। কিন্তু এখনও দিদি জাহ্নবীর মতো অভিনয়ের কেরিয়ার শুরু করেননি। এই দুই সেলেবের মধ্যে একটা সূক্ষ্ম প্রতিযোগিতা রয়েছে। কে এগিয়ে, সে বিচারের ভার আপনার হাতে।

দীপিকা এবং খুশি দু’জনেই ফ্যাশনিস্তা। দীপিকা তো এক কথায় ট্রেন্ড সেটার। তাঁকে দেখে ফ্যাশনেবল হয়ে উঠতে চান অনুরাগীরা। অন্যদিকে খুশির স্টাইল সেন্সও চোখে পড়ার মতো সুন্দর। দুজনেই একটি বিশেষ ব্র্যান্ডের ভেস্ট পরেছেন। একই পোশাক অনেক সময়ই বহু সেলেব্রিটির ক্ষেত্রে এক হয়ে যায়। এক্ষেত্রেও বিষয়টা একই।

নীল-সাদার মিশেলে তৈরি এই পোশাক দীপিকা টিম-আপ করেছেন সোনার গয়না দিয়ে। বড় দুল আর গলায় সোনার চেন। খুশি ফুল হাতা সাদা পুলওভারের সঙ্গে ভেস্টটি পরেছেন। দীপিকা টেনে একটা খোঁপা করেছেন। অন্যদিকে খুশির চুল খোলা। এবার বলুন তো, কাকে বেশি ফ্যাশনেবল দেখতে লাগছে? চাইলে আপনিও ঠিক এভাবেই সাজতে পারেন।

আরও পড়ুন, সরস্বতী পুজোয় শাড়ির সঙ্গে কোন অ্যাকসেসেরিজ নিতেই হবে?