AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Online Shopping: পুজোর শপিং অনলাইনে করছেন? শাড়ি, জামা, টি-শার্ট কেনার আগে যা কিছু মাথায় রাখবেন

Shopping Tips: শাড়ি অনলাইন থেকে না কেনাই ভাল। কারণ শাড়ি চোখে দেখা আর হাতে পাওয়ার মধ্যে একটা ফারাক থাকে। শাড়ির রং একরকম দেখে পছন্দ করলেন আর এলো একরকম। এছাড়াও শাড়ির গুণমান হাতে দেখে কিনতে পারলেই ভাল

Online Shopping: পুজোর শপিং অনলাইনে করছেন? শাড়ি, জামা, টি-শার্ট কেনার আগে যা কিছু মাথায় রাখবেন
অনলাইন শপিং করতে গেলে যা কিছু মানবেন
| Edited By: | Updated on: Oct 13, 2023 | 4:20 PM
Share

রাত পোহালেই মহালয়া। দেখতে দেখতে পুজো এসেই গেল। আজই পিতৃপক্ষের শেষ দিন। মহালয়ার ভোরে শুরু দেবীপক্ষের। আর তারপরই শুরু পুজো। প্রতি বছর এই দিনগুলোর জন্য অপেক্ষা থাকে। আর অপেক্ষা পর্ব শুরু হয় বিজয়া থেকেই।  পুজোর নতুন জামার মধ্যে একটা অন্যরকম গন্ধ আছে। নতুন জামা কিনে আনার পর বার বার তার গন্ধ শোঁকার মধ্যে অন্যরকম একটা অনুভূতি থাকে। যতই সারাবছর নতুন জামা কেনা হোক না কেন পুজোর সময় জামা কেনার মজাই আলাদা। সারা বছরের উপার্জন জমিয়ে রেখে পছন্দের মানুষকে কষ্ট করে তার ভালবাসার জিনিস উপহার দিতেও খুব ভাল লাগে। আজকাল সময়ের অভাবে অনেকেই অনলাইনে শপিং করেন। কোভিড পরবর্তী সময়ে বেড়েছে এই অনলাইন শপিং এর ধুম।

অনলাইনে সহজে শপিং করা যায়, সেই সঙ্গে অপশনও থাকে অনেক বেশি। ঘরে বসে ১ ঘণ্টা সময় দিলেই পছন্দের জিনিস পাওয়া যায়। কিছুক্ষেত্রে দাম দোকানের থেকেও কম হয়। দেশের যে কোনও প্রান্তে বসেই এখন কেনাকাটা করা যায় অনলাইনে। তেমনই কাউকে কোনও উপহার দিতে চাইলেও চটজলদি কিনে ফেলা যায় অনলাইন থেকেই। অনলাইনে কেনা জিনিস সব সময় যে ভাল হয় এরকমটা একেবারেই কিন্তু নয়। ভাল-খারাপ সব রকম অভিজ্ঞতাই থাকে। সস্তায় পাওয়া যায় বলে অনেকেই অনলাইনে কেনা পছন্দ করেন। তবে এক্ষেত্রে নিজেকে সচেতন থাকতে হবে। নইলে ঠকে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আর তাই অনলাইন শপিং এর আগে যা কিছু মাথায় রাখবেন-

শাড়ি অনলাইন থেকে না কেনাই ভাল। কারণ শাড়ি চোখে দেখা আর হাতে পাওয়ার মধ্যে একটা ফারাক থাকে। শাড়ির রং একরকম দেখে পছন্দ করলেন আর এলো একরকম। এছাড়াও শাড়ির গুণমান হাতে দেখে কিনতে পারলেই ভাল। সিল্ক হোক বা সুতি অনেকটাই ফারাক থেকে যায় কাপড়ে। সব সময় দোকান থেকেই শাড়ি কিনবেন এক্ষেত্রে অপশনও অনেক বেশি পাওয়া যায়।

জাঙ্ক জুয়েলারি, রুপোর গয়না এসব অনলাইনের পরিবর্তে দোকান থেকে দেখে কিনুন। এর ফলে দাম কম হবে আর নিজে দেখেও কিনতে পারবেন। ব্র্যান্ডেড জিনস আনলাইনে কম হয় বলে অনেকেই তা কেনেন। তবে এমন জিনসের ক্ষেত্রে কাপড় কিন্তু ভাল থাকে না। কয়েকমাস ব্যবহারের পরই তা ফেলে দিতে হয়। তবে পছন্দের টপ, জামা, টি-শার্ট এসব কিনতে পারেন অনলাইন থেকে। তবে কেনার আগে সাইজ অবশ্যই দেখে নেবেন।