Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Women Health Tips: ৩০ পেরোলেই দুর্বলতা-অতিরিক্ত ক্লান্তি? মেয়েদের ডায়েটে যা রাখতেই হবে

Women Diet Tips: মেয়েদের শরীরে সবথেকে বেশি আয়রনের অভাব থাকে। আয়রনের অভাব হলে ক্লান্তি, শ্বাস নিতে সমস্যা, মাথা ঘোরা এসব হতে পারে। বাদাম, বিভিন্ন বীজ, ডাল, খাদ্যশস্য, বেদানা এসব নিয়ম করে খান

Women Health Tips: ৩০ পেরোলেই দুর্বলতা-অতিরিক্ত ক্লান্তি? মেয়েদের ডায়েটে যা রাখতেই হবে
যা কিছু অবশ্যই রাখবেন ডায়েটে
Follow Us:
| Edited By: | Updated on: Aug 04, 2023 | 8:00 AM

শরীর সুস্থ রাখতে পুষ্টির খুবই প্রয়োজন। প্রয়োজনীয় ভিটামিন, খনিজ না পেলে শরীর দুর্বল হয়ে পড়ে। সঙ্গে ক্লান্তি, হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া, হাড়ে ব্যথা এসব লেগে থাকে। মহিলাদের শরীরে নির্দিষ্ট ভিটামিন, খনিজের ঘাটতি হওয়াতে সমস্যা বেশি হয়। ৩০ পেরোলেই মহিলাদের শরীরে একটার পর একটা সমস্যা হতেই থাকে। ফলে মহিলাদের মধ্যে রক্তাল্পতা, অস্টিওপোরোসিস, ইউটিআই এর ঝুঁকি বেড়ে যায়। মূলত আয়রন, ক্যালসিয়াম, আয়োডিন, ম্যাগনেসিয়াম, ফোলেট, ভিটামিন বি১২ এর ঘাটতি হয়। আর তাই জানুন কোন কোন খাবার ডায়েটে অবশ্যই রাখবেন।

অধিকাংশ মহিলাদেরই এখন পিরিয়ডসের সমস্যা থাকে। আর তাই শরীরে যাতে আয়োডিনের ঘাটতি না হয় সেইদিকে খেয়াল রাখুন। আয়োডিনের ঘাটতি হলে গর্ভপাত, মৃত সন্তান প্রসব, সময়ের আগে প্রসবের ঝুঁকি থেকে যায়। তাই মাছ, ডিম, দুধ এসব খান। যাঁরা দুধ খান না তাঁরা ছানা, টকদই এসব খান। আমন্ড মিল্ক খেতে পারেন।

মেয়েদের শরীরে সবথেকে বেশি আয়রনের অভাব থাকে। আয়রনের অভাব হলে ক্লান্তি, শ্বাস নিতে সমস্যা, মাথা ঘোরা এসব হতে পারে। বাদাম, বিভিন্ন বীজ, ডাল, খাদ্যশস্য, বেদানা এসব নিয়ম করে খান। রোজ একটা করে ডিম খান। মাটনের পরিবর্তে চিকেন বেশি করে খান। খাবার হালকা খান, অতিরিক্ত মশলাদার খাবার একদম নয়। কলাতেও প্রচুর পরিমাণ আয়রন থাকে। রোজ একটা করে কলা খেতেই পারেন।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অস্টিওপোরোসিসের সমস্যা হতে পারে। কারণ ক্যালশিয়ামের মাত্রা কমতে থাকে। ফলে পেশীতে ক্র্যাম্প, অসাড়তা, দুগ্ধজাত খাবার, সবুজ শাক, ডুমুর, সোয়াবিন এসব রাখুন। ম্যাগনেসিয়ামের অভাব হলেও একাধিক সমস্যা হয় শরীরে। বমি বমি ভাব থাকে, সঙ্গে ক্লান্তি, দুর্বলতা এসবও থাকে। কুমড়োর বীজ, বাদাম, পালং, কাজু এসব রোজ খান।

মহিলাদের শরীরে ফোলেট আর ভিটামিন বি ১২ এর ঘাটতি যাতে না হয় সেইদিকেও খেয়াল রাখুন। সবুজ শাক-সবজি, লেবু, সূর্যমুখীর বীজ, গোটাশস্য, ফল, মাছ, দুধ, ভিটামিন বি ১২, দুগ্ধজাত খাবার এসব রাখতে ভুলবেন না।