এরকম কাঠি দিয়ে কান পরিষ্কার করেন? বিপদ বাড়ার আগে সাবধান হোন
কানে ময়লা জমলেই ভাবনা চিন্তা না করে আমরা হাতে তুলে ফেলি কটন বাডস। তারপর কানে ঢুকিয়ে হাত ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করা শুরু। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই কটন বাডস দিয়ে কান পরিষ্কার করা একেবারেই উচিত নয়।

কানে ময়লা জমলেই ভাবনা চিন্তা না করে আমরা হাতে তুলে ফেলি কটন বাডস। তারপর কানে ঢুকিয়ে হাত ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করা শুরু। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই কটন বাডস দিয়ে কান পরিষ্কার করা একেবারেই উচিত নয়। এতে কান পরিষ্কার হওয়ার পরিবর্তে সমস্যা তৈরি হতে পারে।
প্রথমেই বলে রাখা দরকার খুব প্রয়োজন না পড়লে কান পরিষ্কার করার দরকার পড়ে না। কেননা, কানের ভিতর যে ময়লা থাকে, তা আদতে কানের পর্দাকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। মারাত্মক আওয়াজ, অতিরিক্ত হাওয়া থেকে কানকে রক্ষা করে এই ময়লা। সুতরাং কানের ময়লা নিয়ে দুশ্চিন্তা না করাই ভাল।
কটন বাডস অনেক সময়ই অজান্তে কানের এই পর্দার গায়ে চোট তৈরি করে। যা কিনা তৎক্ষণাৎ বোঝা না গেলেও, পরে সমস্যা তৈরি করে। তাই কটন বাডস ব্যবহার না করাই ভাল।
কানের মধ্যে রয়েছে বহু স্নায়ু। যার সংযোগ রয়েছে মস্তিষ্কের সঙ্গে। তাই কটন বাডসের জন্য সেই স্নায়ুতে আঘাত লাগলে অন্যান্য সমস্যা তৈরি হতে পারে।





