করোনা আবহে ভারতই হোক আপনার ট্র্যাভেল ডেস্টিনেশন

ঘুরে দেখুন নিজের চারপাশ। আবিষ্কার করুন নতুন অনেক কিছু।

করোনা আবহে ভারতই হোক আপনার ট্র্যাভেল ডেস্টিনেশন
দূরে সরিয়ে রাখুন পাসপোর্ট
Follow Us:
| Updated on: Feb 04, 2021 | 4:34 PM

করোনার দাপট কিছুটা কমেছে। নিউ নরম্যালে অভ্যস্ত হচ্ছেন সাধারণ মানুষ। কিন্তু তা বলে করোনাঢ় প্রভাব দূর হয়নি। তাই আপাতত নিজের দেশই হোক আপনার ট্র্যাভেল ডেস্টিনেশন। দূরে সরিয়ে রাখুন পাসপোর্ট। ঘুরে দেখুন নিজের চারপাশ। আবিষ্কার করুন নতুন অনেক কিছু।

পাহাড় প্রেমীদের ডেস্টিনেশন-

যাঁরা বরাবরই পাহাড়ে বেড়াতে যেতে ভালবাসেন তাঁরা অনায়াসেই ঘুরে আসতে পারেন দার্জিলিং কিংবা সিকিম। এছাড়াও উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ এবং উত্তর-পূর্ব ভারত তো রয়েইছে। ঘুরে আসতে পারেন কাশ্মীরও। দক্ষিণ ভারতের কোদাইকানাল, কুর্গ, উটি— এইসব পাহাড়ি এলাকাতেও যেতে পারেন। সেই সঙ্গে নিতে পারেন ট্রেকিং বা হাইকিংয়ের মজা। ঘুরে আসতে পারেন লাদাখ থেকেও।

সমুদ্রের টানে-

নীল জলের সমুদ্র, উন্মুক্ত বিচে ছুটি কাটানোর আমেজই আলাদা। সমুদ্র আপনার প্রিয় হলে ঘরের কাছে পুরী, দিঘা, মন্দারমনি তো রয়েইছে। এছাড়াও যেতে পারেন গোয়া। ঘুরে আসতে পারেন কেরল। ভাসমান হাউসবোটে ছুটির দিনগুলো মন্দ লাগবে না। এছাড়াও ডেস্টিনেশন তালিকায় রয়েছে ভাইজ্যাগ, যেখানে পাহার-সমুদ্র দুইই পাবেন। যেতে পারেন কন্যাকুমারী। তিন মহাসাগরের সঙ্গমস্থল দেখলে আপনার চোখ জুড়িয়ে যেতে বাধ্য। সঙ্গে রয়েছে বিবেকানন্দ রকের শান্ত পরিবেশ।

জঙ্গল অভিযান-

পাহাড়, সমুদ্র পেরিয়ে অনেকেরই পছন্দের তালিকায় একদম প্রথমে থাকে জঙ্গল। হুড খোলা জিপে জঙ্গল সাফারি কিংবা হাতির পিঠে ভ্রমণ, ভরপুর মজা রয়েছে সবেতেই। মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা জঙ্গল প্রেমীদের প্রিয় ডেস্টিনেশন।

ঐতিহাসিক স্থান-

ইতিহাস যদি আপনার প্রিয় বিষয় হলে অবশ্যই ঘুরে আসুন রাজস্থান কিংবা দিল্লি। ভারতের ইতিহাসের বিস্তারিত বিবরণ পাবেন এই দুই জায়গায় ইট-কাঠ-বালিতে। এছাড়া দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে আছে দেশের প্রাচীন সব মন্দির। দেবদ্বিজে ভক্তি থাকলে মন্দির দর্শন করতে পারবেন ঘুরে-বেরানোর ফাঁকেই। মন্দির দর্শনের জন্য বেনারস এবং গুজরাটও দারুণ জায়গা। ঐতিহাসিক জায়গা হিসেবে মধ্যপ্রদেশও নেহাত মন্দ ডেস্টিনেশন হবে না।