বেড়াতে ভালবাসেন? রইল কয়েকটি ইকো-ফ্রেন্ডলি ডেস্টিনেশন
ঘরবন্দি থেকে সাফোকেটিং লাগলে ঘুরে আসুন প্রকৃতির মাঝে, সবুজ আর অক্সিজেনের সমারোহে।
কোভিড পরিস্থিতিতে পর্যটন শিল্প বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। কোভিড থেকে বাঁচার একমাত্র উপায় হল গৃহবন্দি থাকা। তাহলে ঘুরতে যাওয়ার কী হবে? জনবহুল ঘুরতে যাওয়ার জায়গা এড়িয়ে চলুন। কিছু অফবিট পরিবেশবান্ধব জায়গা হোক আপনার বেড়ানোর ঠিকানা। ঘরবন্দি থেকে সাফোকেটিং লাগলে ঘুরে আসুন প্রকৃতির মাঝে, সবুজ আর অক্সিজেনের সমারোহে। মন-শরীর দুই-ই হবে চনমনে। কোভিড আশঙ্কাও কম থাকবে।
১) কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক সিকিমের এক বড় অংশ জুড়ে রয়েছে এই পার্ক। প্রকৃতির মাঝে ট্রেকিংয়ের জন্য অনবদ্য জায়গা এটি। পুরো অঞ্চলটিই গ্লেসিয়ার, লম্বা ঘাস, নদী এবং ঝরনা দিয়ে ঘেরা। এখানে আপনি ট্রেকিং করবেন আর আপনার পাশ দিয়ে ঘুরে বেড়াবে চমড়িগাই, রেড পান্ডা ইত্যাদি বন্যপ্রাণী। রোমাঞ্চটা ঠিক বুঝতে পারছেন?
২) মাউলিনঙ্গ, মেঘালয় যদি এশিয়ার সবচেয়ে পরিষ্কার শহর থাকে, তবে সেটা মেঘালয়। শহর পরিষ্কার রাখার দায়িত্ব যেন এখানকার প্রত্যেকটি মানুষরে প্রধান বিষয়। এখানে রাস্তায় রাস্তায় বাঁশের তৈরি ডাস্টবিন রয়েছে– যেখানে লোকজন ময়লা ফেলে যায়। এ শহরে প্লাস্টিকের ব্যাবহার দণ্ডনীয় অপরাধ।
৩) থেনমালা, কেরালা ভগবানের শহর বলা হয় থেনমালাকে। প্রকৃতির নিপুণ হাতে সাজানো শহর এটি। সবুজে সাজানো শহরটিতে আপনি প্রাণ খুঁজে পাবেন। এখানে ট্রেকিং করার স্বাস্থ্যকর পরিবেশ রয়েছে।
৪) ভার্সে, সিকিম একদিকে পাহাড় এবং আরেকদিকে সরু খাদ নিয়ে হিলে থেকে ৬ কিলোমিটার ট্রেকিং করে আপনি পৌঁছবেন ভার্সে নামের পাহাড়ি শহরে। থাকবেন কোথায়? রডোডেনড্রন দিয়ে ঘেরা কটেজ গুরাসকুঞ্জে। সেখানে থেকে ক’দিন ঢিলছোঁড়া দূরত্বে কাঞ্চনজঙ্ঘা বিরাজমান।