কাজল স্মাজ হয়ে আপনার চোখের সৌন্দর্য কি নষ্ট করে দিচ্ছে? জেনে নিন কিছু সহজ টিপস

দেখুন, এই টিপস গুলো আপনার চোখের কাজল স্মাজ হওয়া কেমন করে আটকে দেয়। আর চোখ দুটিকেও কেমন সুন্দর করে তোলে!

কাজল স্মাজ হয়ে আপনার চোখের সৌন্দর্য কি নষ্ট করে দিচ্ছে? জেনে নিন কিছু সহজ টিপস
চোখ কথা বলে।
Follow Us:
| Updated on: Apr 23, 2021 | 5:39 PM

চোখ কথা বলে। আর নারীদের ক্ষেত্রে সেই চোখের ভাষা আরও মোহময়ী করে তোলে কাজল। চোখের সৌন্দর্য বাড়িয়ে নারীকে করে তোলে আরও আকর্ষণীয়। কিন্তু সেই কাজল যদি স্মাজ করে যায়, তাহলে তো উল্টো বিপত্তি। তাই কাজল স্মাজ হওয়া আটকাতে জেনে নিন কিছু সহজ টিপস।

মুখ পরিষ্কার করুন

সবার আগে, আপনার মুখ ভাল করে পরিষ্কার করে নিন ফেসওয়াস দিয়ে। এরপর ভাল করে মুখটাকে শুকোতে দিন। তারপরই কাজল লাগান। আর অতি অবশ্যই আলতো হাতে আপনার চোখ দুটি রাঙিয়ে তুলুন কাজলে। কাজের চাপ না পড়ে। তফাৎটা তাহলে নিজে থেকেই বুঝতে পারবেন।

আই শ্যাডো

স্মাজ হওয়া যদি আটকাতে চান, তাহলে অতি অবশ্যই এরপর আই শ্যাডো লাগান। উপকার পাবেন হাতেনাতেই।

আরও পড়ুন দীর্ঘক্ষণ মাস্কে মুখ ঢাকা, দেখা দিচ্ছে ত্বকের নানা সমস্যা, সমাধানে কী কী করবেন?

ফেস পাউডার

এরপর যেটা করতে হবে, আপনার চোখের চারপাশে ফেস পাউডার লাগিয়ে নিন। তাহলে কী হবে, ভিজে ভাব টেনে নেবে। আর আপনার চোখ দুটিকে আরও সুন্দর করে তুলবে।

কীভাবে যত্ন করবেন?

মনে রাখবেন, কাজল লাগানোর পর চোখে হাত দেবেন না বা ঘষবেন না। আপনার চোখের পাতা যদি অয়েলি হয়, তাহলে কিছুক্ষণ অন্তর অন্তর সুতির পাতলা টুকরো কাপড় জাতীয় কিছু ব্যবহার করুন। আর সেটা করুন হালকা স্পর্শে।

এবার দেখুন, এই টিপস গুলো আপনার চোখের কাজল স্মাজ হওয়া কেমন করে আটকে দেয়। আর চোখ দুটিকেও কেমন সুন্দর করে তোলে!