কম খরচে ভ্রমণের ছয়টি সহজ উপায় জেনে নিন
ধরিত্রী দিবসে TV9 বাংলা আপনাকে কম খরচের ৬ রকমের বেড়াতে যাওয়ার প্ল্যান জানাচ্ছে।
কোভিড ১৯ ট্রাভেল এবং ট্যুরিজ়মের ক্ষতি করেছে অনেকটা। সব দেশ তাদের সীমানা বন্ধ করেছে পর্যটকদের জন্য। ভাইরাস যত বেশি বেড়েছে তত বন্ধ হয়েছে বেড়াতে যাওয়া। ভ্যাকসিন আবিষ্কার হওয়ার পর যদিও আবার খুলেছে কিছু কিছু ভ্রমণের জায়গা। তবে এই ধরিত্রী দিবসে TV9 বাংলা আপনাকে কম খরচের ৬ রকমের বেড়াতে যাওয়ার প্ল্যান জানাচ্ছে।
১) সাশ্রয়ী গন্তব্য বেছে নিন বেড়ানোর জন্য ফিনল্যান্ড, অস্ট্রিয়া, নরওয়ে এই সব দেশ ঘুরতে খুব কম খরচ হয়। এছাড়া আমাদের দেশে কোনও গ্রামের হোম স্টে-তে থাকার কথাও ভাবতে পারেন। খরচ অনেকটা কম।
২) ট্রান্সপোর্টের জন্য বিকল্প ব্যবস্থা ভাবতে পারেন পাহাড়ে বেড়াতে গিয়ে সাইড সিনের জন্য ট্রাভেলার গাড়ি বা প্রাইভেট গাড়ি ব্যবহার না করে পাবলিক ট্রানস্পোর্ট ব্যবহার করতে পারেন। এতে খরচ কিছুটা কমবে।
৩) ইকো-ফ্রেন্ডলি ঘরে থাকতে পারেন যে কোনও জায়গায় বেড়াতে গেলে হোম স্টে-তে থাকার কথা ভাবুন। সেক্ষেত্রে একটা লাভ হবে আপনার, সেই জায়গার মানুষের জীবনযাপন সম্পর্কেও ধারণা হবে। কম খরচে থাকতে পারবেন আপনি।
৪) ভ্রমণ হোক দীর্ঘদিনের এবং বছরে একবারই খুচরো ভ্রমণের প্যান না করে সারা বছরে একবারই একটু বেশি সময়ের জন্য বেড়াতে যেতে পারেন। তাতে খরচ কিছুটা বাচতে পারে।
আরও পড়ুন: কোভিড পরিস্থিতিতে পর্যটকদের জন্য বন্ধ মেঘালয়ের দরজা
৫) সাশ্রয়ী ব্যাগ-প্যাক করুন কমফোর্টেবল জামা প্যাক করুন। আর সঙ্গে নিয়ে নিন ড্রাই খাবার। বিস্কুট, বাদাম, কেক, চিড়ে, মুড়ি জাতীয় জিনিস। খিদে পেলে এগুলোই চলুক টুক টুক করে।
৬) কোনও বড়সড় জায়গা নয়, কাছাকাছি বেড়াতে যান কোনও পাহাড়ি গ্রাম বা সমুদ্রের পাশের লোকাল কোনও গ্রাম হোক আপনার বেড়ানো ঠিকানা। ছুটি কাটাতে ঘুরে আসতে পারেন গ্রামের বাড়িতেও।
সব শেষে বলা যায়, পর্যটক হিসেবে আপনার কর্তব্য যেখানে যাচ্ছেন, সেখানকার পরিবেশকে পরিচ্ছন্ন রাখা। আজ ধরিত্রী দিবসে এই হোক আপনার সংকল্প।