কোভিড পরিস্থিতিতে পর্যটকদের জন্য বন্ধ মেঘালয়ের দরজা

কোভিড আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। এই সংকটময় পরিস্থিতির মোকাবিলা করতে বিভিন্ন রাজ্য প্রতিদিন নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে। এবার এক কড়া পদক্ষেপ নিল মেঘালয় সরকার।

কোভিড পরিস্থিতিতে পর্যটকদের জন্য বন্ধ মেঘালয়ের দরজা
Follow Us:
| Edited By: | Updated on: Apr 20, 2021 | 4:10 PM

যত দিন এগোচ্ছে করোনার প্রকোপ বেড়েই চলেছে৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে আপাতত ধরাশায়ী অবস্থা গোটা দেশের। এই একই কারণে প্রতিদিন দেশের বিভিন্ন রাজ্যে নতুন নতুন নিয়ম চালু করা হচ্ছে। মেঘালয়তেও শুরু হয়েছে নতুন নিয়ম। ২৩ এপ্রিল থেকে পর্যটকদের জন্য মেঘালয়ের দরজা বন্ধ৷ এমনটাই জানিয়েছে মেঘালয় সরকার।

রাজ্যের কভিড পরিস্থিতির মোকাবিলা করার জন্য মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন। হ্যাঁ এর মধ্যে যদি আপনি মেঘালয় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তা ইতিমধ্যে বাতিল করতে হবে।

সাংমা টুইট করে লেখেন, “২৩ এপ্রিল থেকে রাজ্য বহির্ভুত পর্যটকদের জন্য মেঘালয়ের দরজা বন্ধ করা হচ্ছে। কিন্তু স্থানীয়রা শহরের মধ্যে ঘুরতে যেতে পারেন।”

আরও পড়্ন: পহেলগাঁওয়ের পাঁচ চমক, জম্মু-কাশ্মীর গেলে এই জায়গাগুলো বেড়াতে ভুলবেন না কিন্তু

আপনি যদি মেঘালয়ের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি ভীষণই লাকি৷ শহরের যে কোনও জায়গায় আপনি ঘুরতে যেতেই পারেন কিন্তু সব রকমের কোভিড বিধি মেনে।

সাংমা আরও সংযোজন করেন বলেন কিছু সময়ের জন্য বন্ধ করা হচ্ছে মেঘালয়ের পর্যটন কেন্দ্রগুলি৷ ৪মে অবধি রাজ্যের স্কুল বন্ধ রাখার নির্দেশিকা জারি হয়েছে।

মেঘালয়ে ঘুরতে যাওয়ার সবচেয়ে আকর্ষনীয় জায়গা হল শিলং, চেরাপুঞ্জিসহ আরও বেশ কিছু জায়গা। এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রামও এখানেই রয়েছে। এইরকম অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘোরা থেকে বঞ্চিত হতে হবে আপনাদের শুধুমাত্র কোভিড পরিস্থিতির জন্য। তবে পরবর্তীকালে সব স্বাভাবিক হয়ে গেলেও বেশ কিছু বিধি মেনে যেতে হবে পর্যটকদের।