ম্যানিকিওর করে করে নখ নষ্ট হয়ে যাচ্ছে, কীভাবে যত্ন নেবেন নখের?
নেল জেল, ম্যানিকিওর করে করে নখ নষ্ট হয়ে যাচ্ছে৷ নখ ভেঙে যাচ্ছে৷ কীভাবে যত্ন নেবেন নখের রইল টিপস।
ম্যানিকিওর করতে কে না ভালবাসে। সুন্দর, পলিশড নখ দেখতে সবার ভাল লাগে৷ তবে সবসময় ম্যানিকিওর করা নখ, নেলপলিশ অনেক সময় নখের ক্ষতিও করে। ভাবছেন কীভাবে নেবেন নখের যত্ন৷
আপনাদের এই সমস্যার জন্য রইল কিছু টিপস।
দিনে কম করে ১০মিনিট সাবান জলে হাত এবং পায়ের নখকে ভিজিয়ে রাখা অত্যন্ত জরুরি। যা নখের কিউটিকলগুলি কে নরম করে। এবং নখ কে পরিষ্কারও রাখে৷ নখে সবসময় কিউটিকল অয়েল কিংবা মশ্চারাইজার লাগিয়ে রাখা উচিৎ যা নখের শুষ্কভাব দূর করে।
আরও পড়ুন: গরমকালেও ত্বকের যত্ন প্রয়োজন, নিজেকে উপহার দিন এই কয়েকটি ‘বিউটি প্রোডাক্ট’
যদি আপনি প্রতিদিন বাসন মাজেন বা অতিরিক্ত বাড়ির কাজ করে থাকেন তাহলে প্রতিদিন নানারকমের উপাদান আপনার নখে লাগে। যা অনেক সময় নখের ক্ষতি করে৷ তাই কাজ করার সময় হাতে গ্লাভস পরা উচিৎ। আর যদি আপনার নখ খুব পাতলা হয়, সহজে ভেঙে যায়, তাহলে নিজের খাদ্যাভ্যাসের দিকে বিশেষভাবে নজর দেওয়া উচিৎ। আয়রন সমৃদ্ধ খাবার নখকে শক্ত রাখতে সাহায্য করে।