ফ্যাশন এখন ফিটব্যান্ডে, স্লিক ডিজাইনের এই ব্যান্ড দেখলে মনে হবে গয়না পরেছেন আপনি

এই ফিটনেস ব্যান্ড 24x7 হার্ট রেট মনিটর করতে পারে। যাঁর হাতে এই ব্যান্ড পরা থাকবে তাঁরা সারাদিনের ফুট স্টেপ, কতটা রাস্তা যাতায়াত করলেন, কত ক্যালোরি ঝরল এবং ঘুম সংক্রান্ত খুঁটিনাটি হিসেব এই ব্যান্ডের সাহয্যেই পাওয়া যাবে।

ফ্যাশন এখন ফিটব্যান্ডে, স্লিক ডিজাইনের এই ব্যান্ড দেখলে মনে হবে গয়না পরেছেন আপনি
ভারতে এই ফিটনেস ব্যান্ডের দাম কত?
Follow Us:
| Updated on: Apr 20, 2021 | 3:36 PM

তরুণ প্রজন্মের বেশিরভাগই আজকাল ফ্যাশন এবং ফিটনেস, দু’ব্যাপারেই সচেতন। অনেকেই আবার ঘড়ি পরার ক্ষেত্রে বেশ শৌখিন। এদিকে জমানা এখন ফিটব্যান্ডের। জিম থেকে শুরু করে অফিস, কিংবা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়— সব জায়গাতেই অনায়াসে পরে যাওয়া যায় এইসব ফিটনেস ব্যান্ড। কিন্তু একঘেয়ে ডিজাইন তো আর সব পোশাকের সঙ্গে মানানসই হয় না। তাই ফ্যাশনিস্তা এবং ফিটনেস প্রেমীদের কথা মাথায় রেখে নতুন স্লিক এবং স্টাইলিশ ডিজাইনের ফিটব্যান্ড তৈরি করেছে Luxe।

এই ব্র্যান্ডের ফিটব্যান্ডে রয়েছে সিলভার চেন। দেখে মনে হবে যেন স্টাইলিশ ঘড়ি বা রিস্টলেট পরেছেন আপনি। gorjana জুয়েলারি ব্র্যান্ডের সহযোগিতায় এই স্টাইলিশ ফিটব্যান্ড ডিজাইন করা হয়েছে। স্পেশ্যাল এডিশনের ক্ষেত্রে দুটো অপশনে পাওয়া যাবে এই ফিটব্যান্ড। টানা ৫ দিন ব্যাটারি থাকবে এই ফিটনেসে ব্যান্ডে, দাবি করেছে সংস্থা। এছাড়াপ সুইমপ্রুফ এই ব্যান্ডে থাকছে হার্টরেট, স্ট্রেস এবং স্লিপ মনিটর করার ফিচার।

ভারতে এই ফিটব্যান্ডের দাম শুরু হবে ১০,৯৯৯ টাকা থেকে। ফিটবিট অনলাইন স্টোর এবং অন্যান্য বড় রিটেলারের কাছে খুব দ্রুতই পাওয়া যাবে এই স্টাইলিশ ব্যান্ড। জানা গিয়েছে, স্পেশ্যাল এডিশনের ব্যান্ডের দাম ১৭,৯৯৯ টাকা।

কী কী বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এই স্টাইলিশ ফিটনেস ব্যান্ডে?

১। এখানে রয়েছে টাচস্ক্রিন বটনলেস ডিসপ্লে। ২০টি ‘একসারসাইজ মোড’ রয়েছে এই ফিটব্যান্ডে। গলফ, পাইলেটস, সুইমিং, টেনিস, রানিং, বাইকিং, হাইকিং- সহ একাধিক ক্ষেত্রে কাজে লাগবে এই ব্যান্ড।

২। এর পাশাপাশি এই ফিটনেস ব্যান্ড 24×7 হার্ট রেট মনিটর করতে পারে। যাঁর হাতে এই ব্যান্ড পরা থাকবে তাঁরা সারাদিনের ফুট স্টেপ, কতটা রাস্তা যাতায়াত করলেন, কত ক্যালোরি ঝরল এবং ঘুম সংক্রান্ত খুঁটিনাটি হিসেব এই ব্যান্ডের সাহয্যেই পাওয়া যাবে।

৩। মেন্সট্রুয়াল হেলথ ট্র্যাকিং এবং স্ট্রেস মনিটরিংয়ের ক্ষেত্রে এই ব্যান্ড খুবই কার্যকরী। এছাড়া অক্সিজেন স্যাচুরেশন লেভেল মাপতেও সাহায্য করে এই ফিটনেস ব্যান্ড। আইওএস ভার্সানের সঙ্গে অর্থাৎ অ্যাপেলের ডিভাইসে কাজ করে এই ফিটব্যান্ড।