সবুজ লেহেঙ্গায় মাধুরী যেন ‘অপ্সরা’, অভিনেত্রীর রয়্যাল লুকে মুগ্ধ নেটিজ়েনরা

সম্প্রতি লেহেঙ্গাতেই মন মজেছে মাধুরীর। অভিনেত্রীর ইনস্টাগ্রামে উঁকি দিলেই তার ঝলকও পাওয়া যাচ্ছে। কখনও লাল টুকটুকে লেহেঙ্গা। কখনও বা ফুশিয়া পিঙ্ক।

সবুজ লেহেঙ্গায় মাধুরী যেন 'অপ্সরা', অভিনেত্রীর রয়্যাল লুকে মুগ্ধ নেটিজ়েনরা
সত্যিই তিনি ডিভা...
Follow Us:
| Updated on: Apr 17, 2021 | 7:33 PM

তাঁর অনুরাগীরা বলেন, বলিউডে মধুবালার পরে নাকি ওরকম সুন্দরী একজনই এসেছেন। তিনি মাধুরী দীক্ষিত। হাফ সেঞ্চুরি পার করে এখন অভিনেত্রীর বয়স ৫৩। দেখলে বিশ্বাস হবেই না। বরং ফ্যাশন, স্টাইল স্টেটমেন্ট, সৌন্দর্য আর লাবণ্যে তরুণ প্রজন্মকে বলে বলে দশ গোল দেবেন তিনি।

সম্প্রতি লেহেঙ্গাতেই মন মজেছে মাধুরীর। অভিনেত্রীর ইনস্টাগ্রামে উঁকি দিলেই তার ঝলকও পাওয়া যাচ্ছে। কখনও লাল টুকটুকে লেহেঙ্গা। কখনও বা ফুশিয়া পিঙ্ক। সব রঙের পোশাকে সত্যিই মায়াবী লাগছে মাধুরীকে। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে হাল্কা সবুজ রঙের একটি লেহেঙ্গা। এমব্রয়ডারি আর সিক্যোয়েন্সের কাজের ওই পোশাক একদিকে যেমন জমকালো, তেমনই ওই স্নিগ্ধ রঙ আপনার চোখ জুড়িয়ে দেবে। সব মিলিয়ে ওই লেহেঙ্গায় একদম রয়্যাল লুকে রাজরানি লাগছে মাধুরীকে।

চোখে গাঢ় কাজল, মানানসই মেকআপ, গলায় পান্নার অলঙ্কার— তবে সবকিছুর মধ্যে নজর কেড়েছে মাধুরীর মোহময়ী হাসি। রিল হোক বা রিয়েল, ওই দিলখোলা চওড়া হাসিতেই যে দুনিয়া মাধুরী জ্বরে কাবু, সেকথা নিঃসন্দেহে জানেন অভিনেত্রী নিজেও। শোনা গিয়েছে, অভিনেত্রীর পরনের এই লেহেঙ্গার দাম নাকি প্রায় ৩ লক্ষ টাকা। তবে সেসব দিকে নজর নেই নেটিজ়েনদের। বরং মাধুরীর সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন তাঁরা।