এই সবজির খোসা দিয়ে বানানো হেয়ার মাস্কেই মিটবে পাকা চুলের সমস্যা!
বাড়িতে সবজি কাটার সময় খোসা ফেলে দেন? এবার থেকে সবজির খোসা ফেলবেন না। বিশেষ করে আলুর খোসা। যাঁদের চুল পেকে যাওয়ার মতো গুরুতর সমস্যা দেখা দিচ্ছে, তাঁরা এই ঘরোয়া টোটকা ব্যবহার করতে পারেন...
ঘন কালো চুলের রহস্য খুঁজে পাওয়া আর গুপ্তধনের খোঁজ পাওয়া এখন দুটোই সমান। পাকা চুল দেখা দিলেই অধিকাংশ রাসায়নিক-রঙ মেশানো ডাই ব্যবহার করে থাকেন। তার ফল হিসেবে পান অকালে চুল ঝরে পড়া ও শুষ্কতা। চুলে রাসায়নিক মেশানো ডাই ব্যবহার করলে চুলের ও মাথার চামড়ার নানাবিধ সমস্যা তৈরি হয়। আগের রঙ ফিরে পাওয়া তো দুষ্কর বটেই, উল্টে চুলের ক্ষতির জেরে জেরবার হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
তবে সমাধান কী? ঘরোয়া টোটকাতেই মিলবে ফল। সাদা চুল নিয়ে সমস্যা এখন খুব সাধারণ সমস্যা। প্রাকৃতিকভাবে চুলের পুরনো রূপ পেতে আলুরো খোসা ব্যবহার করে ট্রাই করতে পারেন। এতে চুল কালো হয়। বহু শতাব্দী ধরে এই প্রাকৃতিক উপায়ে চুল কালো করার পদ্ধতি চলে আসছে। এতে চুল ঝরবে না, মস্তিত্বের ত্বকে কোনও ক্ষতি হবে না, চুলের উজ্জ্বলতা হারিয়ে আরও সাদার পরিমাণ বেড়ে যাবে না। আলুর খোসাতে রয়েছে ভিটামিন এ, বি ও সি। আলুর খোসার হেয়ার মাস্ক ব্যবহার করলে খুসকি দূর হয়, স্ক্যাল্পে তৈলাক্তভাব দূর হয়ে যায়। এছাড়া এতে রয়েছে আয়রন, পটাসিয়াম, ক্যালসিয়াম, যা চুল পড়া হ্রাস করে।
আলুর খোসা দিয়ে হেয়ার মাস্ক তৈরি করবেন কীভাবে
একটি বা দুটি আলুর খোসা ছাড়িয়ে নিন। এরপর ঠান্ডা জলে ফুটিয়ে নিন। ফুটে গেলে কম আঁচে আরও ৫ থেকে ১০ মিনিটের জন্য রান্না করুন। তারপর ঠান্ডা হতে দিন। একটি জারে আলুর খোসা গরম করার জলটি ছেঁকে আলাদা করে রেখে দিন। জল থেকে আলুর গন্ধ বের হবে। পছন্দ না হলে তাতে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার তেল দিতে পারেন।
কীভাবে হেয়ার মাস্ক ব্যবহার করবেন
প্রথমে চুলটি ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিন। তারপর ওই আলুর খোসার জলটি দিয়ে ফের ভেজা চুল ভিজিয়ে নিন। এরপর পাঁচ মিনিট ধরে আস্তে আস্তে স্ক্যাল্পে মাসাজ করুন। এরপর বাকি আলুর খোসার জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। তারপর ঠান্ডা জল দিয়ে ফের চুল ধুয়ে ফেলুন।