ফেব্রুয়ারি-মার্চে ঘোরার প্ল্যান? তালিকায় থাকুক এই তিন জায়গা
অফিসে বলে-কয়ে সাত দিনের ছুটি ম্যানেজ করে ফেলেছেন? কিন্তু কোথায় যাবেন বুঝে উঠতে পারছেন না? আপনার জন্য রইল সেরা তিন জায়গার হদিশ। দেখে নিন।
অফিসে বলে-কয়ে সাত দিনের ছুটি ম্যানেজ করে ফেলেছেন? কিন্তু কোথায় যাবেন বুঝে উঠতে পারছেন না? আপনার জন্য রইল সেরা তিন জায়গার হদিশ। দেখে নিন।
তীর্থান ভ্যালি, হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের কুলু জেলায় অবস্থিত এই উপত্যকা আপনার ট্রাভেল লিস্টে থাকুক একেবারে উপরে। পাশ দিয়ে বয়ে চলেছে তীর্থান নদী। যদি ভিড়ভাট্টা এড়িয়ে, অফবিট জায়গা আপনার ভাল লাগে তবে এই উপত্যকা আপনার জন্য একেবারে আদর্শ। রয়েছে নানা রকমের পাখির কলতান। রোলা গ্রাম থেকে দৃশ্যমান অপরূপ জলপ্রপাত আপনার চোখকে আরাম দেবে। এ ছাড়াও সেরোলসার হৃদ এবং রঘুপুর দুর্গ কিন্তু কিছুতেই মিস করবেন না। সেরোলসার হৃদকে আগলে রেখে দেবী বুদ্ধি নাগিনের বহু প্রাচীন মন্দির। স্থানীয়দের বিশ্বাস, দেবী খুব জাগ্রত। ওখান থেকে একটু এগিয়ে ভগ্ন চেহারা নিয়ে দাঁড়িয়ে রয়েছে রঘুপুর কেল্লা। হেঁটেই যেতে পারেন। এখানেই শেষ নয়, তীর্থানের মূল আকর্ষণ ‘হিমালয়ান ন্যাশেনাল পার্ক’। ওই জাতীয় উদ্যানের তিন দিক ঘিরে রয়েছে হিমালয় পর্বতমালা। রয়েছে ১৮১ ধরনের পাখি, ৩১ ধরনের পশু এবং নানা প্রকারের গাছ-গাছালি।
View this post on Instagram
আলিবাগ, মহারাষ্ট্র এইখানেই কিছু দিন আগে বিয়ে করলেন নাতাশা দালাল এবং বরুণ ধওয়ন। যদি পাহাড় ভাল না বাসেন তবে যেতেই পারেন মহারাষ্ট্রের আলিবাগ বিচে। মুম্বই থেকে আলিবাগ যেতে সময় লাগে তিন ঘণ্টার মতো। আপনি যদি সদ্য বিয়ে করে থাকেন তবে আপনার হনিমুন ডেস্টিনেশন হতেই পারে আলিবাগ। মনোরম পরিবেশ, সমুদ্রের গর্জন আর ভালবাসার মানুষের হাতে হাত– প্রেমের মাসে আপনার জন্য একেবারে ‘পিকচার পারফেক্ট’। আলিবাগের অনতিদূরেই রয়েছে আরও বেশ কিছু ঘোরার জায়গা। এদের মধ্যে রয়েছে ভারসোলি বিচ, কাশিদ বিচ, কিহিম বিচ। কিহিম আলিবাগ শহর থেকে ১২ কিলোমিটার দূরে। তবে আরবসাগরের নোনা গন্ধ, আর নারকেল গাছের মিঠে হাওয়া আপনার স্ট্রেস বাস্টার হিসেবে কাজ করবে নিশ্চিত। গোটা বিচ জুড়েই ছড়িয়ে রয়েছে ঝিনুক। সমুদ্র দেখে দেখে যদি ক্লান্ত হয়ে যান সে ক্ষেত্রে চলে যেতে পারেন আলিবাগের খুব কাছেই কোলাবা দুর্গে। এর ঐতিহাসিক তাৎপর্য শুনলে অবাক হবেন। মহারাষ্ট্রে শিবাজি মহারাজের সময়কালে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত এই কেল্লা। এ ছাড়াও রয়েছে মুরুদ গ্রামের পাশে এক দ্বীপে অবস্থিত মুরুদ জাঞ্জিরা দুর্গ।
View this post on Instagram
কোদাইকানাল, তামিলনাড়ু
উটি তো অনেকেই গেছেন কিন্তু কোদাইকানাল? ২ হাজার ১৩৩ ফুট উঁচুতে অবস্থিত এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। ১২ বছরের একবার ফোটে কুরিঞ্জি ফুল দেখতে পাওয়া যায় এখানেই। কোদাইকানালের অন্যতম আকর্ষণীয় জায়গা ‘পিলার রকস’। রহস্যে ঘেরা ওই জায়গা শুধু যে সুন্দর তা নয়, একইসঙ্গে গা ছমছমেও। এ ছাড়াও কোদাইকানালের আর এক আকর্ষণ ডেভিলস কিচেন বা গুনা কেভস। কাদা ভর্তি গুনা গুহায় যদিও এখন ঢুকতে দেওয়া হয় না, তবে জায়গাটি একবার ঘুরে দেখে না এলে আপনার মিস। এ ছাড়াও কোদাই লেকে বোট রাইড, আর কোদাই চিজ-চকলেট আপনার ট্যুরে বাড়তি উত্তেজনা যোগ করবে।