ভিড় এড়িয়ে বছর শেষে বেড়ানোর হদিশ, কোথায় যাবেন?
পরিবার বা বন্ধুদের সঙ্গে একান্তে সময় কাটাতে আজই পরিকল্পনা সেরে ফেলুন। তবে মাস্ক পরা, সোশ্যাল ডিসট্যান্সিং বা স্যানিটাইজেশনের মতো সাধারণ বিধি ভুলে গেলে চলবে না।
২০২০-র শেষ কয়েকটা দিন বাকি। হাতে খুব কম সময়। করোনা পরিস্থিতির মধ্যেই সব রকম সুরক্ষা বিধি মেনে বেড়াতে যাচ্ছেন অনেকে। এতদিনের দমবদ্ধ পরিস্থিতি থেকে কিছুটা মুক্তির স্বাদ। কিন্তু যে সব জায়গায় ভিড় হচ্ছে অনেক, তা সুরক্ষার কারণেই এড়িয়ে যেতে চাইছেন অনেকে। তাই শেষ কয়েকটা দিনের জন্য পর্যটকদের ভিড় কম থাকবে, এমন কয়েকটা জায়গার হদিশ দেওয়ার চেষ্টা করলাম আমরা। পরিবার বা বন্ধুদের সঙ্গে একান্তে সময় কাটাতে আজই পরিকল্পনা সেরে ফেলুন। তবে মাস্ক পরা, সোশ্যাল ডিসট্যান্সিং বা স্যানিটাইজেশনের মতো সাধারণ বিধি ভুলে গেলে চলবে না।
মানা, উত্তরাখণ্ড
ভারত-চিন সীমান্তের শেষ গ্রাম হিসেবে মানার কথা বলেন অনেকে। প্রাকৃতিক সৌন্দর্য দেখে মন ভাল হয়ে যাবে আপনার। মহাভারতে যে সরস্বতী নদীর উল্লেখ রয়েছে, এই মানায় সেই নদীর দেখা পাবেন আপনি। ২০২০-র শেষ কয়েকটা দিন এই গ্রামে কাটাতে পারেন।
আরও পড়ুন, পিকনিকের প্ল্যান করছেন? কলকাতার কাছে এই সব জায়গা বেছে নিতে পারেন
সান্দাকফু, পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থানে বছর শেষের দিনটা কেমন হবে বলুন তো? বছরের শেষ সূর্যাস্ত দেখতে পারেন এই জায়গা থেকে। ট্রেকিংয়ে নেশা থাকলে শীত রোদ গায়ে মেখে সেই শখও পূরণ করতে পারেন।
হাফলং, আসাম
লেক, ঝর্ণা, জঙ্গলের সৌন্দর্য যদি একসঙ্গে পাহাড়ের কোলে উপভোগ করতে চান, তাহলে এর থেকে ভাল জায়গার অপশন খুব কম পাবেন। পরিবার হোক বা বন্ধুরা, নিশ্চিন্তে আনন্দ করার মতো পরিবেশ রয়েছে আসামের এই জায়গায়।
আরও পড়ুন, ভারতের এই সব রাস্তায় নাকি অশরীরীর অস্তিত্ব রয়েছে?
ধানুষকোডি, তামিলনাড়ু
১৯৬৪-র রামেশ্বরম সাইক্লোনে ধ্বংস হয়ে গিয়েছিল এই জনপদ। ধীরে ধীরে অনেকটা ছন্দে ফিরেছে এই শহর। যাঁরা নির্জনতা পছন্দ করেন, তাঁদের জন্য এটা আদর্শ জায়গা। সমুদ্রের ধারে নিজের মতো করে কাটাতে পারেন বছর শেষের কয়েকটা দিন।