ডাবু প্রিন্টের পোশাকে নজর কেড়েছেন শিল্পা, দাম শুনলে চমকে যাবেন
ছিমছাম পোশাকের সঙ্গে শিল্পা পরেছেন সিলভার জুয়েলারি। সাধারণ ডিজাইনের দুল, একটা জমকালো ব্রেসলেট আর কিছু আংটি, এই ছিল শিল্পার সাজ।
ট্র্যাডিশনাল বিভিন্ন প্রিন্ট যে আজকাল ফ্যাব্রিক অর্থাৎ ফ্যাশনে ফিরছে সেকথা বলা যায়। আর হালফিলের সেই ফ্যাশন ট্রেন্ডে গা ভাসিয়েছেন তারকারাও। বিভিন্ন আঞ্চলিক স্পেশ্যাল প্রিন্ট বা ফ্যাব্রিকের সঙ্গে নতুন ম্যাটেরিয়াল মিশিয়ে ফ্যাশন-ফিউশনে তৈরি হচ্ছে দুর্দান্ত সব পোশাক। যেমন তার ডিজাইন, তেমনই চোখে আরাম দেওয়া প্রিন্ট আর রঙ।
View this post on Instagram
এবার এমনই ফিউশনে সাজতে দেখা গিয়েছে শিল্পা শেট্টিকেও। সম্প্রতি ইনস্টাগ্রামে শিল্পা শেট্টি কুন্দ্রা কিছু ছবি শেয়ার করেছেন। সেখানেই দেখা গিয়েছে, বলিউড তারকার পরনে রয়েছে ‘ডাবু’ প্রিন্টের ফুলস্লিভ ক্রপ টপ আর ঘেরওয়ালা লং স্কার্ট। লাল্ম গোলাপি আর সাদা রঙের মিশেল এই পোশাকে অন্য মাত্রা এনে দিয়েছে। টপ এবং স্কার্টের প্রিন্টে কোনও ফারাক নেই। অথচ পোশাক দেখতে একটুও খারাপ লাগছে না। বরং ট্র্যাডিশনাল ডাবু প্রিন্ট চোখের জন্য আরামদায়ক।
কিন্তু জিগজ্যাগ প্যাটার্নের ডাবু প্রিন্টওয়ালা এই পোশাকের দাম শুনে চমকে যেতেই হবে। শিল্পার ক্রপ টপ আর স্কার্টের দাম ২০ হাজার টাকা। ছিমছাম পোশাকের সঙ্গে শিল্পা পরেছেন সিলভার জুয়েলারি। সাধারণ ডিজাইনের দুল, একটা জমকালো ব্রেসলেট আর কিছু আংটি, এই ছিল শিল্পার সাজ। স্বল্প মেকআপ আর খোলা চুলে পোশাকের সঙ্গে মানানসই ছিল অভিনেত্রীর সাজ। ইনস্টাগ্রামে এই ছবি শেয়ার করেছেন শিল্পা নিজেই।
View this post on Instagram
নিজের স্বাস্থ্যের প্রতি সচেতন হওয়ার পাশাপাশি শিল্পা বরাবরই ভীষণ ফ্যাশন কনশাস। রিয়েলিটি শোয়ের মনে বিচারকের আসন হোক বা অ্যাওয়ার্ড সেরিমনি কিংবা কোনও টক শো- এর অতিথি, শিল্পার ফ্যাশন এবং স্টাইল স্টেটমেন্ট বরাবরই নজর কেড়েছে। এবার ট্র্যাডিশনাল ডাবু প্রিন্টেও অনুরাগীদের মন জয় করেছেন অভিনেত্রী।