যেতে হবে না পার্লার, এই এই উপায়ে ফিরিয়ে আনুন চুলের সিল্কি ভাব
প্রাকৃতিক উপায়েই চুল করে তুলুন ঝকঝকে।
পার্লারে যাওয়ার সময় নেই, খরচও প্রচুর? ঘরোয়া পদ্ধতিতেই ফিরিয়ে আনুন চুলের সিল্কি ভাব। কেমিক্যাল ব্যবহার না করে, প্রাকৃতিক উপায়েই চুল করে তুলুন ঝকঝকে।
ডিমের ব্যবহার
দু’টো ডিম নিয়ে ভাল করে ফেটিয়ে নিন। এর পর তা চুলে সরাসরি লাগিয়ে ফেলুন। অপেক্ষা করুন কমপক্ষে আধ ঘণ্টা। এর পর জল দিয়ে ধুয়ে ফেলে তাতে শ্যাম্পু লাগিয়ে ভাল করে ধুয়ে ফেলুন। কাজ হবে ম্যাজিকের মতো।
চা’য়ের কারসাজি
চা শুধু পানীয়ই নন, চুলের হারান ঔজ্জ্বল্য ফেরাতেও এর জুড়ি মেলা ভার। কড়া লাল চা বানান। এর পর তা ঠাণ্ডা করে মাথায় লাগিয়ে নিন। তার আগে চুল ভাল করে ধুয়ে ফেলবেন। এর পর চা’য়ের ওই মিশ্রণ আধ ঘণ্টা রেখে কন্ডিশানার দিয়ে ধুয়ে ফেলুন।
মুলতানি মাটি
মুলতানি মাটির সঙ্গে গোলাপ জলের মিশ্রণও কিন্তু চুলের জন্য বেশ উপকারী। চুলের ডগা যদি ফেটে যায় সেক্ষেত্রে এই মিশ্রণ দারুণ কার্যকরী। চুলের সিল্কি ভাবও ফিরে আসে। মনে রাখবেন চুলের গোড়ায় লাগাবেন এই মিশ্রণ। দেখবেন যেন খুব শুকিয়ে না যায়। আধ ঘণ্টা পর জল দিয়ে ধুয়ে ফেলুন।
টকদই
টকদই ত্বকের গ্লেজ বাড়ানোর সঙ্গে সঙ্গে চুলের স্বাস্থ্যের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুলের মধ্যে টকদই লাগিয়ে তাতে শাওয়ার ক্যাপ লাগিয়ে দিন। আধ ঘণ্টা অপেক্ষা করুন। এর পর ঈষদুষ্ণ গরম জল দিয়ে চুল ধুয়ে ফেলুন।
মধু এবং ভেজিটেবল অয়েলের মিশ্রণ
প্রাকৃতিক ময়েশ্চারাইজার মধু। চুলের পুষ্টি বজায় রাখতে আদর্শ এই দুই উপাদানের মিশ্রণ। ২ টেবিল চামচ মধু, ২ টেবিল চামচ ভেজিটেবল অয়েল মিশিয়ে চুলে লাগিয়ে নিন। ১৫/২০ মিনিট পর শ্যাম্পু করে তা ধুয়ে ফেলুন। উপকার পাবেন।