চেনা দক্ষিণ ভারত, অজানা হ্রদের টানে একবার অন্তত যান

বৈচিত্র্যময় দেশ হিসাবে ভারতের খ্যাতি কেবল সংস্কৃতিতে সীমাবদ্ধ নয়, প্রাকৃতিক দৃশ্যের ক্ষেত্রেও সমান প্রযোজ্য। দেশে বরফঢাকা পর্বত, সুন্দর হ্রদ, মরুভূমি এবং আরও অনেক কিছুর জন্য পরিচিত।

চেনা দক্ষিণ ভারত, অজানা হ্রদের টানে একবার অন্তত যান
ছবিটি গুগল ইমেজেস থেকে নেওয়া হয়েছে
Follow Us:
| Updated on: Jun 08, 2021 | 7:29 PM

উত্তর, পূর্ব, পশ্চিমের পাশাপাশি দক্ষিণ ভারতে প্রকৃতি তার সৌন্দর্যে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দক্ষিণ ভারতের কোন রাজ্যেই থাকুন না কেন, কিছু চমত্কার প্রাকৃতিক গন্তব্যে রয়েছে, যা চোখ কপালে উঠবে।

কর্ণজি কর্ণক লেক

মহীশূর শহরের এই সুন্দর হ্রদটি মহীশূর প্রাসাদ থেকে মাত্র ২ কিমি দূরে। বাটারফ্লাই পার্ক দ্বারা বেষ্টিত, শহরের মাঝখানে একটি মরুদ্যান হিসেবে লেকটি অবস্থিত। এই হ্রদে একটি হাঁটা-চলা রাস্তাও রয়েছে, যা ভারতের বৃহত্তম।

কেরালার ভেম্বনাদ হ্রদ

ভারতের দীর্ঘতম হ্রদ,ভেম্বনাদ হ্রদ। পর্যটকদের রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য মনোরম এই হ্রদে হাউসবোটের ব্যবস্থা রয়েছে। এখানে হ্রদে সূর্যাস্ত দেখা অতীতের যে কোনও সূর্যাস্তের অভিজ্ঞতার সঙ্গে কোনও তুলনাই হতে পারে না।

কোডাইকানাল হ্রদ, তামিলনাড়ু

কোডাইকানাল শহরে মানুষের দ্বারা সৃষ্ট হ্রদ। শহরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণও বটে। অবশ্য কোডাইকানাল একটি দুর্দান্ত ছোট্ট পার্বত্য শহর, এবং হ্রদটি তার আকর্ষণকে আরও বাড়িয়ে তোলে। মনোরম হ্রদে নৌকা বাইচ চালানো পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। এছাড়া লেকের চারপাশে ঘোড়ায় চড়েও যেতে পারেন। পরিবারকে সঙ্গে নিয়ে মনোরম পরিবেশে মন শান্ত করতে এখানে যেতেই পারেন।

কোলেলেরু লেক, অন্ধ্র প্রদেশ

অন্ধ্র প্রদেশে একটি মিষ্টি জলের হ্রদ এটি। কৃষ্ণা এবং গোদাবরী নদীর ব-দ্বীপ এলাকা. অবস্থিত কল্লেরু হ্রদ। শীতের দিনগুলিতে পরিযায়ী পাখির আবাসস্থল গড়ে ওঠে। পর্যটকদেরও অন্যতম আকর্ষণীয় স্থান। এখানে হ্রদে আনুমানিক ২০ লক্ষের বেশি পরিযায়ী পাখির ভিড় লেগে থাকে।