Alipur Zoo: ৩৪-এ পা ‘বৃদ্ধ’ শিম্পাঞ্জি ‘বাবু’র, দেখে আসবেন নাকি একবার?
Chimpanzee: কোনও সুপারস্টারের থেকে কম জনপ্রিয় নয় বাবু। তা-ই তো বাবুর ৩৪তম জন্মদিনে এলাহি আয়োজন করছে আলিপুর চিড়িয়াখানা।
বয়স হয়েছে। তবু সে বিশ্রাম নিতে চায় না। দর্শকদের মনরোঞ্জন করাই এখনও তার প্রিয় কাজ। এখনও পর্যন্ত সে ৫ কোটি মানুষকে নিজের কীর্তিকলাপ দেখিয়ে আনন্দ দিয়েছে। কোনও সুপারস্টারের থেকে কম জনপ্রিয় নয় বাবু। তা-ই তো বাবুর ৩৪তম জন্মদিনে এলাহি আয়োজন করছে আলিপুর চিড়িয়াখানা। ‘বাবু’, ‘জনপ্রিয়তা’, ‘আলিপুর চিড়িয়াখানা’—কথাগুলোর মধ্যে কোনও মিল পাচ্ছেন না? চলুন একটু খোলসা করে বলা যাক। বাবু হল আলিপুর চিড়িয়াখানার সবচেয়ে জনপ্রিয় ‘বৃদ্ধ’ শিম্পাঞ্জি। রাজ্যের বহু মানুষ তার ভক্ত। শুধুমাত্র বাবুর টানেই দর্শনার্থীরা ভিড় করেন আলিপুর চিড়িয়াখানায়। এ বছর সেই বাবু ৩৪-এ পা দিতে চলেছে। তার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছে আলিপুর চিড়িয়াখানা। ছাপানো হয়েছে নিমন্ত্রণপত্র। তার ভক্তদের এই বিশেষ দিনে তার বাসভবনে আসার নিমন্ত্রণ জানিয়েছে বাবু।
আলিপুর চিড়িয়াখানায় এর আগে কোনও পশুর জন্মদিনে এমন আয়োজন করা হয়েছে বলে রাজ্যবাসীর মনে নেই। কিন্তু বাবু ‘স্পেশাল’। ১৯৯৮ সালের ২৪ সেপ্টেম্বর এই শিম্পাঞ্জিকে চেন্নাইয়ের অরিগনার আরা জুলজিক্যাল পার্ক থেকে আলিপুরে নিয়ে আসা হয়। সেই থেকে বাবু আলিপুর চিড়িয়াখানাই তার বাড়ি। মাঝে চব্বিশটা বছর কেটে গিয়েছে। বাবু এখন ৩৪-এর ‘বৃদ্ধ’। শুধু আলিপুর চিড়িয়াখানার কর্মী বা অন্যান্য জীবজন্তুরাই নয়, চিড়িয়াখানায় আসা সমস্ত দর্শনার্থীদের প্রিয় বাবু। তাই তার জন্মদিনে বিশেষ আয়োজন।
কী-কী ব্যবস্থা রয়েছে বাবুর জন্মদিনে? জন্মদিন উপলক্ষে ছাপানো হয়েছে নিমন্ত্রণ পত্র। বাবুর সকল অনুরাগী, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের আগামী ২৬ অক্টোবর সকাল ১০টায় আলিপুর চিড়িয়াখানার আসার আমন্ত্রণ জানিয়েছে ‘সবার প্রিয়’ বাবু। এ দিন আবার ভাঁইদিন। তাই বাবু তার সকলে ভাই-বোনদেরও শুভেচ্ছা জানিয়েছে আমন্ত্রণপত্রের দ্বারা। বাবুর জন্মদিনে চিড়িয়াখানায় উপস্থিত থাকবে বাবুর দত্তক নেওয়া মা-বাবা নাট্যকর্মী তথা অভিনেতা জুটি সোহিনী সেনগুপ্ত এবং সপ্তর্ষি মৌলিক। জন্মদিন পালন হবে আর ভূরিভোজের ব্যবস্থা থাকবে না, তা তো হয় না। বাবুর পছন্দের খাবার দিয়ে তৈরি করা হবে বিশাল আকারের এক কেক। এছাড়াও পাতে থাকবে গাজর, তরমুজ, আম, আপেল, টমেটো, খেজুর, দুধ, পাউরুটি।
৩৪ বছরের ‘বৃদ্ধ’ বাবু এখন আলিপুরের শো-স্টপার। প্রায় ১৬ বছর আগে শিম্পাঞ্জি বাবুর সঙ্গিনী মারা গিয়েছে। একাকিত্বকে সঙ্গী করে নিয়ে দর্শকদের মনোরঞ্জনে ব্যস্ত থাকে বাবু। সাধারণত শিম্পাঞ্জিদের গড় আয়ু ৩০ বছর। তাই সে দিক দিয়ে বিচার করলে বাবু এখন ‘বৃদ্ধ’। কিন্তু জনপ্রিয়তা এখনও কমেনি। এখনও আলিপুর চিড়িয়াখানায় সবচেয়ে বেশি ভিড় হয় বাবুকে দেখার জন্যই। সারা বছরই বাবুর খাঁচার সামনে দর্শকদের ভিড় সবচেয়ে বেশি থাকে।