Eco-Friendly Destinations: বিশ্বজুড়ে বাড়ছে পরিবেশ-বান্ধব ভ্রমণের চাহিদা, পুজোর ছুটিতে আপনিও যেতে পারেন এই ৪ স্থানে
Incredible India: আজকাল ভ্রমণপিপাসুরা বেছে নিচ্ছেন পরিবেশ-বান্ধব স্থান। যেখানে শহুরে কোলাহল, দূষণ নেই। রয়েছে প্রাকৃতিক প্রশান্তি। গত ২৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয়েছে 'বিশ্ব পর্যটন দিবস'। সেখানেও তুলে ধরা হয়েছিল পরিবেশ-বান্ধব পর্যটন কেন্দ্রের গুরুত্ব।
কোভিড পরবর্তী সময় থেকে মানুষের জন্য ভ্রমণের চাহিদা বেড়েছে। তার সঙ্গে ভ্রমণপিপাসুরা বেছে নিচ্ছেন পরিবেশ-বান্ধব স্থান। যেখানে শহুরে কোলাহল, দূষণ নেই। রয়েছে প্রাকৃতিক প্রশান্তি। গত ২৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয়েছে ‘বিশ্ব পর্যটন দিবস’। সেখানেও তুলে ধরা হয়েছিল পরিবেশ-বান্ধব পর্যটন কেন্দ্রের গুরুত্ব। তাই আজকে আপনার জন্য দেশের এমন ৪টি পরিবেশ-বান্ধব জায়গার সন্ধান রইল, যেখানে আপনি ছুটি কাটাতে যেতে পারেন।
সিকিম: বাড়ির খুব কাছেই সিকিম। পাঁচদিনের ছুটিতেও ঘুরে নিতে পারেন এই প্রতিবেশী রাজ্য। তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার দৃশ্যের পাশাপাশি সবুজে ঘেরা জনপদ, রডোডেনড্রন সহ বিভিন্ন পাহাড়ি ফুলের দেখা পাওয়া যায়। তার সঙ্গে বিভিন্ন বন্যপ্রাণী, হিমালয়ান পাখিও দেখা যায়। তাছাড়া সিকিম ভারতের প্রথম রাজ্য যেখানে প্লাস্টিক ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এ রাজ্যের বাসিন্দারা প্লাস্টিকের বোতল বদলে বাঁশের তৈরি বোতল ব্যবহার করেন। এই ইকো-ফ্রেন্ডলি ডেস্টিনেশনে ট্রেকিং, বার্ডওয়াচিং, নেচার ওয়াকের মতো ইকো-ট্যুরিজম অ্যাক্টিভিটিসও করতে পারবেন।
মেঘালয়: গারো আর খাসি পাহাড় নিয়ে মেঘালয়। ইউনেস্কো সাইট লিভিং রুট ব্রিজ থেকে শুরু করে এশিয়ার স্বচ্ছ নদী দাউকি এবং পরিষ্কার-পরিচ্ছন্ন গ্রাম মাওলাইনং এই রাজ্যেই অবস্থিত। তাছাড়া সেভেন সিস্টার, এলিফ্যান্ট, লাংশিয়াংয়ের মতো একাধিক জলপ্রপাত রয়েছে মেঘালয়ে। মাওলাইনংয়ের মতো আদিবাসী গ্রামের সংখ্যাও নেহাত কম নয় মেঘালয়ে। প্রাকৃতিক সৌন্দর্য মন ভরে উপভোগ করার জন্য আপনি আসতে পারেন মেঘালয়ে। এক সপ্তাহের ছুটিতে অনায়াসে ঘুরে নিতে পারেন এই রাজ্য।
কর্ণাটকের কুর্গ: সম্প্রতি ইউনেস্কো হেরিটেজের তালিকায় যুক্ত হয়েছে কর্ণাটকের হোয়সালা মন্দির। এছাড়াও হাম্পি, পাত্তাদাকালের মতো একাধিক ইউনেস্কো হেরিটেজ সাইট রয়েছে এই রাজ্যে। তবে, কর্ণাটককে ইকো-ট্যুরিজমের অংশ করে তুলেছে পশ্চিমঘাট পর্বতমালা। পশ্চিমঘাটের সৌন্দর্য দেখতে গেলে আপনাকে যেতে হবে কুর্গ। চা, কফি, মশলার বাগানে ঘেরা গোটা হিল স্টেশন। তার সঙ্গে রয়েছে জনপ্রিয় অ্যাবে জলপ্রপাত। এখানকার মনোরম আবহাওয়ায় সারাবছর বেড়াতে যাওয়া যায়।
উত্তরাখণ্ডের মুন্সিয়ারি: উত্তরাখণ্ডের বহু পর্যটন কেন্দ্র পরিবেশ-বান্ধব। এই রাজ্যে হিমালয়ের দু’টি অংশ রয়েছে—গাড়োয়াল ও কুমায়ন। কুমায়নের কোলে বেড়াতে গেলে পরিবেশ-বান্ধব স্থান হিসেবে আপনি বেছে নিতে পারেন মুন্সিয়ারিকে। পিথোরাগড় জেলায় অবস্থিত এই পাহাড়ি গ্রাম আপনাকে হিমালয়ের অনন্য অভিজ্ঞতা এনে দিতে পারে। মুন্সিয়ারির কোলে বসে আপনি দেখতে পাবেন পঞ্চচুল্লি, নন্দাদেবীর চূড়া। রয়েছে নন্দাদেবীর মন্দিরও। এছাড়া এই পাহাড়ি গ্রাম থেকেই জনপ্রিয় খালিয়া টপ ট্রেকিং শুরু হয়।