Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Netflix রেস্তোরাঁ খুলছে এ মাসেই, প্রিয় সিরিজ়ে দেখানো খাবার এবার আপনার পাতে

Netflix Restaurant: রেস্তোরাঁ সাজানো হচ্ছে নেটফ্লিক্স স্টাইলে। বড় লাল রঙের 'N' লোগো আর টুড়ুম (নেটফ্লিক্সের সিগনেচার টিউন) ছাড়াও নেটফ্লিক্সের সব সিরিজ় ও সিনেমার ছোঁয়া থাকছে সেখানে। ফুড শো'তে যে সব রেসিপি দেখানো হয়, সে সব পদই পরিবেশিত হবে 'Netflix Bites'-এ।

Netflix রেস্তোরাঁ খুলছে এ মাসেই, প্রিয় সিরিজ়ে দেখানো খাবার এবার আপনার পাতে
Follow Us:
| Edited By: | Updated on: Jun 17, 2023 | 11:20 AM

‘Netflix and Chill’ করতে পারবেন এবার রেস্তোরাঁয় বসে। তাও নেটফ্লিক্সের নিজস্ব রেস্তোরাঁয়। ‘স্ক্রিন থেকে টেবিলে’ আসতে চলেছে নেটফ্লিক্সের কনটেন্ট। আগামী ৩০ জুন আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরে খুলতে চলেছে নেটফ্লিক্সের রেস্তোরাঁ। স্ট্রিমিং প্ল্যাটফর্মে যে সব কুকিং শো দেখে আপনার জিভে জল চলে আসত, এবার সেগুলো খেতেও পারবেন ‘Netflix Bites’-এ বসে। রেস্তোরাঁর নাম রাখা হয়েছে ‘Netflix Bites’, যেখানে পাওয়া যায় নেটফ্লিক্সের জনপ্রিয় ফুড শো-এর সমস্ত খাবার।

Netflix-এর ‘Chef’s Table’, ‘Iron Chef’, ‘Is It Cake?’, ‘Drink Masters’-এর মতো কুকিং শোগুলো দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। সেখানে মিশেল স্টার শেফদের রান্না দেখানো হয়। তাঁদের মধ্যে রয়েছে কার্টিস স্টোন, ডমিনিক ক্রেন, মিং সাই, অ্যান কিম, নাদিয়া হুসাইন, জাক তোরেস ও অ্যান্ড্রু জিমার্নের মতো বিশ্বখ্যাত শেফেরা। এবার তাঁদের রেসিপি চেখে দেখতে পারবেন নেটফ্লিক্সের দর্শ‌কেরা। এসব কুকিং শো’তে যে সব রেসিপি দেখানো হয়, সে সব পদই পরিবেশিত হবে ‘Netflix Bites’-এ।

রেস্তোরাঁ সাজানো হচ্ছে নেটফ্লিক্স স্টাইলে। বড় লাল রঙের ‘N’ লোগো আর টুড়ুম (নেটফ্লিক্সের সিগনেচার টিউন) ছাড়াও নেটফ্লিক্সের সব সিরিজ় ও সিনেমার ছোঁয়া থাকছে সেখানে। যাতে ‘Netflix Bites’-এ প্রবেশ করা মাত্র মনে হয়, আপনি ‘Netflix and Chill’ করতে এসেছেন। রেস্তোরাঁর সাজসজ্জা ও পরিবেশের মাধ্যমে নেটফ্লিক্সের শোগুলোর ঝলক ফুটে উঠবে। এমনকী মেন্যুর উপরও বেশ জোর দিচ্ছে নেটফ্লিক্স। যে সব পদগুলো মেন্যুতে যোগ করা হবে, তার সঙ্গে যোগ থাকবে নেটফ্লিক্সের কোনও না কোনও সিরিজ়ের। সে সবও উল্লেখ থাকবে মেন্যুতে।

কুকিং শো থেকে ফুড ওয়াক—নেটফ্লিক্সে রমরমা রয়েছে খাবারের দুনিয়াতেও। এশিয়া, লাতিন আমেরিকা, আমেরিকার স্ট্রিট ফুড নিয়ে রয়েছে নেটফ্লিক্সের তথ্যচিত্র। শেফস টেবিল পিৎজ়া, বিবিকিউ, ফ্লেভারফুল অরিজিন, ফ্রেশ ফ্রায়েড অ্যান্ড ক্রিস্পি, নাদিয়া বেকস, বারবিকিউ শোডাউন—এমন আরও অনেক শো রয়েছে নেটফ্লিক্সে, যার বিষয়বস্তু হল খাবার। তাই খাবারের দুনিয়ায় নেটফ্লিক্স নতুন নয়। কিন্তু রেস্তোরাঁ ব্যবসায় চমক আনতে চলেছে নেটফ্লিক্স।

লস অ্যাঞ্জেলসের ওয়েস্ট হলিউডের শর্ট স্টোরিজ হোটেলে খুলছে ‘নেটফ্লিক্স বাইটস’। ৩০ জুন, বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ‘Netflix Bites’। তবে, বিশেষ ব্যবস্থা রয়েছে উইকএন্ডে। শনি ও রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত খোলা থাকবে রেস্তোরাঁ। এই দু’দিন থাকবে বিশেষ ব্রাঞ্চ।

তবে, চাইলেই আপনি যেতে পারবেন না ‘Netflix Bites’-এ। ‘Netflix Bites’-এ খেতে চাইলে আপনাকে প্রথমে অনলাইনে রিজ়ার্ভেশন করতে হবে। Resy.com-এ লগইন করে আপনার টেবিল বুক করতে হবে। তার জন্য আপনাকে ডিপোজিট করতে হবে ২৫ ডলার, যার ভারতীয় মূল্য ২,০৪৭.৭৯ টাকা। যদিও এই টাকাটা আপনার ফাইনাল বিলের সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে যাবেন নাকি ‘Netflix Bites’-এ ‘Netflix and Chill’ করতে?