Chandrayaan-3: ঘুরে দেখতে পারেন শ্রীহরিকোটা, কী-কী রয়েছে ইসরোর স্পেস সেন্টারে?
ISRO Space Centre: অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপিত হয়েছে চন্দ্রযান-৩। ভারতের যে স্পেস সেন্টার থেকে এই ইতিহাস উড়ল, সেই জায়গা ঘুরে দেখতে পারেন আপনিও। অর্থাৎ, ইসরোর সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে রয়েছে আমজনতার ঘুরে দেখার সুযোগ।
১৪ জুলাই, শুক্রবার, দুপুর ২টো ৩৫ মিনিটে শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপিত হয়েছে চন্দ্রযান-৩। ইতিহাস গড়ে উড়ল সে। সকল দেশবাসীর চোখ ছিল তখন অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের দিকে। ২০১৯ সালের সেপ্টেম্বরে চন্দ্রযান-২ মিশন ব্যর্থ হয়েছিল। কিন্তু এবার কোমর বেঁধে নেমেছেন ভারতের মহাকাশ বিজ্ঞানীরা। যেটুকু তথ্য ভারতীয় কাছে ছিল না, সেটাও তাঁরা ইতিমধ্যে গুগল করে নিয়েছেন চন্দ্রযান-৩ সম্পর্কে। কিন্তু আপনার কাছে কি শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার সম্পর্কে কোনও তথ্য রয়েছে? কখনও কি ভেবে দেখেছেন, আপনি শ্রীহরিকোটার স্পেস সেন্টারে ঢুকতে পারেন?
অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলায় অবস্থিত শ্রীহরিকোটা। এটা মূলত বঙ্গোপসাগরের তীরে অবস্থিত ছোট্ট দ্বীপ। সেই দ্বীপকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই উৎক্ষেপণ কেন্দ্র। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার (SDSC) বা শ্রীহরিকোটা স্পেস সেন্টার ঘুরে দেখতে পারেন আমজনতা। পড়ুয়া, শিক্ষাবিদ এবং সাধারণ মানুষের জন্য এই স্পেস সেন্টারে রয়েছে বিশেষ ট্যুরের ব্যবস্থা। সেখানে উৎক্ষেপণ সংক্রান্ত যাবতীয় কাজকর্ম বা অপারেশন ঘুরিয়ে দেখানো হয় দর্শকদের।
ভারতের তিনটি প্রধান রকেট উৎক্ষেপণ সাইট রয়েছে–কেরলের তিরুবনন্তপুরমে (থুম্বা) বিক্রম সারাভাই স্পেস সেন্টার, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার এবং ওড়িশার ভদ্রকের ডঃ আব্দুল কালাম দ্বীপ। কিন্তু শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার বাকি দু’টোর থেকে আলাদা। কারণ এই উৎক্ষেপণ সাইটটি বিষুবরেখার কাছে অবস্থিত। এখান থেকেই ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। এসব জায়গা ঘুরতে দেখতে কে না চায়! কিন্তু চাইলে সবটা সম্ভব নয়।
শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্রটি অবশ্যই ঘুরতে পারেন আপনিও। কিন্তু এর জন্য আপনাকে বেশ কিছু প্রক্রিয়া মেনে চলতে হবে। প্রথমে, আপনাকে ISRO-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। দল নিয়ে গেলেও এখান থেকে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় ব্যক্তিগত তথ্য, সাইট পরিদর্শনের উদ্দেশ্য এবং কবে দর্শন করতে যান, সেই তারিখ উল্লেখ করতে হবে। রেজিস্ট্রেশনের পর কর্তৃপক্ষ সেগুলো পর্যালোচনা করবে এবং অনুমোদিত হলে বাকি প্রয়োজনীয় নির্দেশিকা প্রদান করা হবে। তারপর আপনি ঘুরতে দেখতে পারবেন শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্র।
এই স্পেস সেন্টারে কীভাবে কাজ হয়, কোন জায়গা থেকে রকেট, স্যাটেলাইট উৎক্ষেপিত হয়, এগুলোই মূলত ঘুরিয়ে দেখানো হয়। সঙ্গে অবশ্যই গাইড থাকে। এছাড়া আপনি ঘুরে দেখতে পারেন স্পেস থিম পার্ক, রকেট গার্ডেন, স্পেস মিউজিয়াম ইত্যাদি।