শীত বিদায়ের সঙ্গে টা-টা বলুন চুলের সমস্যাকেও, ব্যবহার করুন হোমমেড হেয়ার মাস্ক

Homemade Hair Mask: এখন শীত বিদায়ের মুখে। এই সময়ও যদি চুলের সমস্যা থেকে পিছু ছাড়াতে না পারেন, তাহলে মুশকিল। চুলকে ভাল রাখতে গেলে নিয়মিত চুলে তেল মালিশ করতে হবে। ধৈর্যের সঙ্গে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করতে হবে। এর পাশাপাশি আপনি হোমমেড হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। 

শীত বিদায়ের সঙ্গে টা-টা বলুন চুলের সমস্যাকেও, ব্যবহার করুন হোমমেড হেয়ার মাস্ক
Follow Us:
| Updated on: Feb 04, 2024 | 10:34 AM

ধীরে-ধীরে ঠান্ডা কমছে। পাতলা সোয়েটার বা চাদর গায়ে দিলেই কাজ চলে যাচ্ছে। কিন্তু চুলের সমস্যা কমছে না। সারা বছর ধরে যেন চুল পড়া, খুশকি, দু’মুখো চুলের সমস্যা লেগেই থাকে। যদিও শীতকালে চুলের সমস্যা বছরের অন্যান্য সময়ের তুলনায় বেশি থাকে। যেহেতু এই মরশুমে আর্দ্রতা কম থাকে। তবে, এখন শীত বিদায়ের মুখে। এই সময়ও যদি চুলের সমস্যা থেকে পিছু ছাড়াতে না পারেন, তাহলে মুশকিল। চুলকে ভাল রাখতে গেলে নিয়মিত চুলে তেল মালিশ করতে হবে। ধৈর্যের সঙ্গে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করতে হবে। এর পাশাপাশি আপনি হোমমেড হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন।

কলা ও অলিভ অয়েলের হেয়ার মাস্ক: একটা পাকা কলা ম্যাশ করে নিন। এতে এক চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। দুই উপকরণ একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। এরপর এটি স্ক্যাল্প ও চুলে লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে দিন। এরপর শ্যাম্পু করে নিন। চুল ধোয়ার সময় ঈষদুষ্ণ জল ব্যবহার করুন।

ডিম, মধু ও অলিভ অয়েলের হেয়ার মাস্ক: ডিমের হলুদ অংশ নিয়ে ফেটিয়ে নিন। এতে ১ চামচ অলিভ অয়েল এবং ১ কাপ মধু মিশিয়ে দিন। মিশ্রণটি ভাল করে ফেটিয়ে নিন। এবার এই মিশ্রণটি চুলে লাগিয়ে ৫ মিনিট ভাল করে মালিশ করুন। এরপর ৪৫ মিনিট অপেক্ষা করুন। শেষে শ্যাম্পু করে নিন।

কলা, মধু ও দইয়ের হেয়ার মাস্ক: একটা পাকা কলা নিয়ে ম্যাশ করে নিন। এতে ২ চামচ টক দই এবং ১ চামচ মধু মিশিয়ে নিন। এই হেয়ার মাস্ক চুল ও স্ক্যাল্পে ভাল করে মেখে নিন। আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন।

নারকেল তেল ও অ্যালোভেরার হেয়ার মাস্ক: সমপরিমাণ নারকেল তেল ও অ্যালোভেরা জেল নিয়ে একসঙ্গে ফেটিয়ে নিন। তৈরি হেয়ার মাস্ক। এই হেয়ার মাস্ক চুল ও স্ক্যাল্পে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। এরপর চুল ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা ও টক দই হেয়ার মাস্ক: ১/২ কাপ টক দই নিন। এতে ২ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এবার এই হেয়ার মাস্ক স্ক্যাল্প ও চুলে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। শ্যাম্পু করে নিলেই পেয়ে যাবেন নরম চুল।