Aloe vera gel: দগ্ধ দিনে ত্বকের বেহাল দশা? তাজা অ্যালোভেরা জেল থাকতে চিন্তা কীসের!
Summer Skin Care: প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে পা দেবেন না। আর রাস্তায় বেরোলে ছাতা, সানগ্লাস, জলের বোতল আর সানস্ক্রিন মাস্ট। কিন্তু এই গরমে আপনার ত্বককে ভাল রাখার একমাত্র উপায় অ্যালোভেরা জেল। রূপচর্চার দুনিয়ায় অ্যালোভেরা জেলের কোনও বিকল্প নেই।

গ্রীষ্ম এলেই ত্বকের একাধিক সমস্যা বাড়ে। সেই সঙ্গে দোসর হয় দূষণ। এই গরমে যেমন শরীরের যত্ন নিচ্ছেন, তেমন ত্বকের দিকেও খেয়াল রাখতে হবে। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে পা দেবেন না। আর রাস্তায় বেরোলে ছাতা, সানগ্লাস, জলের বোতল আর সানস্ক্রিন মাস্ট। কিন্তু তাতেও ত্বকের সমস্যা সম্পূর্ণরূপে প্রতিরোধ করা যায় না। ত্বকে বাড়তে থাকে তেলতেলে ভাব। তার সঙ্গে ব্রণ। আর যদি দিনের অধিকাংশ সময় শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকেন, তাহলে শুষ্ক হতে থাকে ত্বক। এতেও আরও এক সমস্যা দেখা দেয়। তবে, এই সব সমস্যা দূর হতে পারে মাত্র একটি উপাদানের গুণে। অ্যালোভেরা। রূপচর্চার দুনিয়ায় অ্যালোভেরা জেলের কোনও বিকল্প নেই। বিশেষত এই গরমে আপনার ত্বককে ভাল রাখার একমাত্র উপায় এই প্রাকৃতিক উপাদানটি। চলুন জেনে নেওয়া যাক, এই গরমে কীভাবে আপনার ত্বককে ভাল রাখে অ্যালোভেরা।
ত্বকের আর্দ্রতা বজায় রাখে:
৪০ ডিগ্রি তাপমাত্রায় শরীরকে হাইড্রেটেড রাখতে আপনি নিশ্চয়ই প্রচুর পরিমাণে জল পান করছেন। তেমনই ত্বককেও হাইড্রেটেড রাখতে অ্যালোভেরা জেল মাখুন। গরমে প্রচুর পরিমাণে ঘাম হয়। ঘামের মাধ্যমে শরীর থেকে জল ও খনিজ পদার্থ বেরিয়ে যায়। এতে বেহাল দশা হয় ত্বকেরও। তখন অ্যালোভেরা জেল মাখলে ত্বকের আর্দ্রতা ফিরে আসে। আপনি যদি দীর্ঘক্ষণ শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকেন, তাহলেও অ্যালোভেরা জেল মাখুন। এটি আপনার ত্বককে শুষ্ক হতে দেবে না।
তাৎক্ষণিক আরাম এনে দেয়:
রোদের তা তেজ তাতে বেরলে ত্বক পুড়বেই। সান বার্নের সমস্যা থেকে তাৎক্ষণিক রেহাই দেয় অ্যালোভেরা জেল। তাছাড়া রোদে বেরোলে ত্বকের উপর জ্বালাভাব, লালচে ভাব দেখা যায়। তার সঙ্গে সমস্যা হয়ে দাঁড়ায় হিট র্যাশ। এই সমস্যা তাৎক্ষণিক রেহাই দেয় অ্যালোভেরা জেল। সান বার্নের উপর অ্যালোভেরা জেল লাগিয়ে রাখুন সারারাত। এতেই কাজ হবে।
সানস্ক্রিনের বিকল্প অ্যালোভেরা:
এমন অনেকেই রয়েছেন, যাঁরা প্রসাধনী পণ্যের থেকে দূরে থাকেন। কিন্তু এই রোদে সানস্ক্রিন ছাড়া বেরলেই বিপদ। তাই সানস্ক্রিনের বিকল্প হতে পারে তাজা অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আপনার ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে রক্ষা করে। সুতরাং, আপনি যদি প্রাকৃতিক সানস্ক্রিনের খোঁজে থাকেন, তাহলে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেলকে।





