কোথায় এফডি করলে পাবেন সবচেয়ে বেশি সুদ? জেনে নিন ৫ টি ব্যাঙ্কের তালিকা
দেশে বিগত কয়েক বছর ধরে লাগাতার কমেছে ফিক্সড ডিপোজিটে (FD) সুদের (Interest)পরিমাণ। কিন্তু তাও দেখে শুনে ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করলে পেতে পারেন ৭ শতাংশ পর্যন্ত হারে সুদ।
TV9 বাংলা ডিজিটাল: দেশে বিগত কয়েক বছর ধরে লাগাতার কমেছে ফিক্সড ডিপোজিটে (FD) সুদের (Interest)পরিমাণ। কিন্তু তাও দেখে শুনে ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করলে পেতে পারেন ৭ শতাংশ পর্যন্ত হারে সুদ। ব্যাঙ্কবাজারের ২৪ নভেম্বরের তথ্য অনুযায়ী ইন্ডাসিন্ড ব্যাঙ্ক কিংবা ইয়েস ব্যাঙ্কে এফডিতে পাওয়া যাচ্ছে ৭ শতাংশ সুদ। ১ কোটি টাকা পর্যন্ত টাকা জমা রাখলে এই সুবিধা দেবে ইন্ডাসিন্ড ব্যাঙ্ক। যদিও ইন্ডাসিন্ড ব্যাঙ্কের এই ‘রিটার্ন’ শুধুমাত্র ১-২ বছর কিংবা ২-৩ বছরের ফিক্সড ডিপোজিটের জন্য।
এক নজরে দেখে নেওয়া যাক সবচেয়ে বেশি সুদ (Interset) কোন ৫ ব্যাঙ্ক দিচ্ছে দিচ্ছে? ১ বছরের কম এফডিতে: ডিসিবি ব্যাঙ্ক দিচ্ছে ৬.৩৫ শতাংশ সুদ, ইন্ডাসিন্ড ব্যাঙ্ক দিচ্ছে ৫ থেকে ৬.১৫ শতাংশ সুদ, আরবিএল ব্যাঙ্ক দিচ্ছে ৫.২৫ থেকে ৬.১ শতাংশ সুদ, ইয়েস ব্যাঙ্ক দিচ্ছে ৫.৫ থেকে ৫.৭৫ শতাংস সুদ। ৫.৭৫ শতাংশ সুদ দিচ্ছে বন্ধন ব্যাঙ্ক।
১-২ বছরের এফডিতে: ইন্ডাসিন্ড ব্যাঙ্ক দিচ্ছে ৭ শতাংশ সুদ, ডিসিবি ব্যাঙ্ক দিচ্ছে ৬.৫ থেকে ৫.৯ শতাংশ সুদ। আরবিএল ও ইয়েস ব্যাঙ্ক দিচ্ছে ৬.৭৫ শতাংশ সুদ। ৫.৭৫ থেকে ৬ শতাংশ সুদ দিচ্ছে বন্ধন ব্যাঙ্ক।
২-৩ বছরের এফডিতে: ৭ শতাংশ সুদ দিচ্ছে ইন্ডাসিন্ড ব্যাঙ্ক। ইয়েস ব্যাহ্ক ও দিচ্ছে ৭ শতাংশ সুদ। ডিসিবি ব্যাঙ্ক দিচ্ছে ৬.৮ থেকে ৬.৯ শতাংশ সুদ। আরবিএল ব্যাঙ্ক দিচ্ছে ৬.৭৫ শতাংশ সুদ। ৬ শতাংশ সুদ দিচ্ছে বন্ধন ব্যাঙ্ক।
৩-৫ বছরের এফডিতে: ৬.৯৫ শতাংশ সুদ দিচ্ছে ডিসিবি ব্যাঙ্ক। ৬.৫ থেকে ৬.৯৫ শতাংশ সুদ দিচ্ছে আরবিএল ব্যাঙ্ক। ইন্ডাসিন্ড ব্যাঙ্ক দিচ্ছে ৬.৭৫ শতাংশ সুদ। ইয়েস ব্যাঙ্ক দিচ্ছে ৬.৫ শতাংশ সুদ। ৫.৭৫ শতাংশ সুদ দিচ্ছে বন্ধন ব্যাঙ্ক।
আরও পড়ুন: লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময় সীমা বাড়াল EPFO
৫ বছরের বেশি এফডিতে: ৬.৯৫ শতাংশ সুদ দিচ্ছে ডিসিবি ব্যাঙ্ক। ইন্ডাসিন্ড ব্যাঙ্ক দিচ্ছে ৬.৬৫ থেকে ৬.৭৫ শতাংশ সুদ। আরবিএল ও ইয়ে ব্যাঙ্ক দিচ্ছে ৬.৬ শতাংশ সুদ। বন্ধন ব্যাঙ্ক দিচ্ছে ৫.৭৫ শতাংশ সুদ।