Abhishek Bachchan: অভিনয়ের সেরা কোন উপদেশটি দিয়েছিলেন খোদ ঐশ্বর্য, যা সেটে গিয়ে কখনও ভোলেন না অভিষেক

Abhishek Bachchan: এক ছাদের তলায় এক গুচ্ছ সুপারস্টার। জয়া বচ্চন থেকে শুরু করে অমিতাভ বচ্চন, তবে কেরিয়ারের সঠিক টিপসটি দিয়েছিলেন খোদ ঐশ্বর্য রাই বচ্চন। যা স্বীকার করতে কখনই দ্বিধা বোধ করেননি অভিষেক বচ্চন।

| Edited By: | Updated on: May 07, 2022 | 9:36 AM
এক ছাদের তলায় এক গুচ্ছ সুপারস্টার। জয়া বচ্চন থেকে শুরু করে অমিতাভ বচ্চন, তবে কেরিয়ারের সঠিক টিপসটি দিয়েছিলেন খোদ ঐশ্বর্য রাই বচ্চন। যা স্বীকার করতে কখনই দ্বিধা বোধ করেননি অভিষেক বচ্চন।

এক ছাদের তলায় এক গুচ্ছ সুপারস্টার। জয়া বচ্চন থেকে শুরু করে অমিতাভ বচ্চন, তবে কেরিয়ারের সঠিক টিপসটি দিয়েছিলেন খোদ ঐশ্বর্য রাই বচ্চন। যা স্বীকার করতে কখনই দ্বিধা বোধ করেননি অভিষেক বচ্চন।

1 / 6
সাফ জানিয়ে ছিলেন, ঐশ্বর্যের সঙ্গে তাঁর বাড়তে থাকা সম্পর্কের জেড়ে নানা জল্পনা সামনে এলোও তাঁরা দিব্য সংসার করছেন। একবার নিজের হাতের বিয়ের আংটিটি প্রকাশ্যে দেখিয়েছিলেন অভিষেক।

সাফ জানিয়ে ছিলেন, ঐশ্বর্যের সঙ্গে তাঁর বাড়তে থাকা সম্পর্কের জেড়ে নানা জল্পনা সামনে এলোও তাঁরা দিব্য সংসার করছেন। একবার নিজের হাতের বিয়ের আংটিটি প্রকাশ্যে দেখিয়েছিলেন অভিষেক।

2 / 6
বলেছিলেন, এখনও পর্যন্ত এটা আমার আঙুলে আছে, ফলে জল্পনা যতই গভীর হোক না কেন, দিব্য আছেন এই জুটি, তা নিয়ে কোথাও কোনও কিন্তু নেই।

বলেছিলেন, এখনও পর্যন্ত এটা আমার আঙুলে আছে, ফলে জল্পনা যতই গভীর হোক না কেন, দিব্য আছেন এই জুটি, তা নিয়ে কোথাও কোনও কিন্তু নেই।

3 / 6
নিজেই অভিষেক জানিয়েছিলেন, প্রতিযোগিতা তো দূরের প্রসঙ্গ, ঐশ্বর্য একাধিকবার নিজেই তাঁকে মক্ষম টিপস দিয়েছিলেন অভিনয়ের। ক্যামেরার সামনে যাওয়ার আগে নিজের দাঁত ও নিজের নাক দেখে নাও।

নিজেই অভিষেক জানিয়েছিলেন, প্রতিযোগিতা তো দূরের প্রসঙ্গ, ঐশ্বর্য একাধিকবার নিজেই তাঁকে মক্ষম টিপস দিয়েছিলেন অভিনয়ের। ক্যামেরার সামনে যাওয়ার আগে নিজের দাঁত ও নিজের নাক দেখে নাও।

4 / 6
দর্শককে বুঝতে দেওয়ার প্রয়োজন নেই যে তুমি লাঞ্চে ঠিক কী খেয়েছো! সেই টিপস সর্বদাই মাথায় রেখে চলেন অভিষেক বচ্চন। কেবল ঐশ্বর্যই নন, টিপস দিয়েছিলেন অনুপম খেরও।

দর্শককে বুঝতে দেওয়ার প্রয়োজন নেই যে তুমি লাঞ্চে ঠিক কী খেয়েছো! সেই টিপস সর্বদাই মাথায় রেখে চলেন অভিষেক বচ্চন। কেবল ঐশ্বর্যই নন, টিপস দিয়েছিলেন অনুপম খেরও।

5 / 6
কাঁদতে পারেন না অভিষেক বচ্চন, অনুপম খের জানিয়এছিলেন গ্লিসারিন নিতে, কেবল প্রথম চোখের জলটা তোমায় ফেলতে হবে, বাকিটা নিজে থেকেই হতে থাকবে।

কাঁদতে পারেন না অভিষেক বচ্চন, অনুপম খের জানিয়এছিলেন গ্লিসারিন নিতে, কেবল প্রথম চোখের জলটা তোমায় ফেলতে হবে, বাকিটা নিজে থেকেই হতে থাকবে।

6 / 6
Follow Us: