Ian Chappell: সাড়ে চার দশকের উজ্জ্বল ধারাভাষ্য কেরিয়ারের ইতি, মাইক তুলে রাখলেন ইয়ান চ্যাপেল
গত ৪৫ বছর ধরে মাইক্রোফোন ছিল অজি প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেলের সঙ্গী। সেই মাইক এ বার সরিয়ে রাখার সিদ্ধান্ত নিলেন চ্যাপেল। ক্রিকেট ছেড়েছিলেন বহু আগেই। এ বার ধারাভাষ্য থেকেও নিজেকে সরিয়ে নিলেন। ৭৮ বছরের ইয়ান ক্রিকেট কেরিয়ারে যেমন সফল ছিলেন, ধারাভাষ্যকার হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন।
Most Read Stories