FIFA World Cup 2022: থিয়েগো, মিয়া, এভাদের ‘সুপারহিরো’ ড্যাড

পরিবার হল সব শক্তির মূলে। এই সত্যিটা সকলেই জানেন। বিশ্বকাপ জিতে তা আরও একবার প্রমাণ করে দিয়েছেন লিওনেল মেসিরা। সৌদি আরবের বিরুদ্ধে লজ্জার হারের পর কোচ লিওনেল স্কালোনির মাস্টারস্ট্রোক ছিল পরিবারের আবেগকে কাজে লাগানো। তাতেই ঘটল ম্যাজিক।

| Edited By: | Updated on: Dec 20, 2022 | 12:10 AM
সাফল্য, খুশি, সুখের সময়টা পরিবারের সঙ্গে ভাগ করে নেওয়ার আনন্দটাই আলাদা। নতুন চাকরি, অফিসে প্রমোশন হোক বা ফুটবল বিশ্বকাপ জয়। পরিবার পাশে না থাকলে সবটাই মাটি। (ছবি:টুইটার)

সাফল্য, খুশি, সুখের সময়টা পরিবারের সঙ্গে ভাগ করে নেওয়ার আনন্দটাই আলাদা। নতুন চাকরি, অফিসে প্রমোশন হোক বা ফুটবল বিশ্বকাপ জয়। পরিবার পাশে না থাকলে সবটাই মাটি। (ছবি:টুইটার)

1 / 7
১২০ মিনিটেরও বেশি সময় ধরে লড়াই করে তবেই ফুটবল বিশ্বকাপ এসেছে আর্জেন্টিনার ঘরে। স্বপ্নের ঝুলি পূর্ণ হয়েছে মেসিদের। এই জয় নিঃসন্দেহে মেসি-ডি মারিয়াদের পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। (ছবি:টুইটার)

১২০ মিনিটেরও বেশি সময় ধরে লড়াই করে তবেই ফুটবল বিশ্বকাপ এসেছে আর্জেন্টিনার ঘরে। স্বপ্নের ঝুলি পূর্ণ হয়েছে মেসিদের। এই জয় নিঃসন্দেহে মেসি-ডি মারিয়াদের পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। (ছবি:টুইটার)

2 / 7
দিনভর খাটা খাটুনির পর বাড়ি ফিরে সন্তানকে কাছে টেনে নিলেই জুড়িয়ে যায় সব ক্লান্তি। সেইসব বাবাদের মনে করিয়ে দিলেন আর্জেন্টাইন মহাতারকা।(ছবি:টুইটার)

দিনভর খাটা খাটুনির পর বাড়ি ফিরে সন্তানকে কাছে টেনে নিলেই জুড়িয়ে যায় সব ক্লান্তি। সেইসব বাবাদের মনে করিয়ে দিলেন আর্জেন্টাইন মহাতারকা।(ছবি:টুইটার)

3 / 7
এই বয়সে বাবার কৃতিত্ব বোঝার ক্ষমতা নেই এমিলিয়ানো মার্টিনেজের একরত্তি মেয়ে এভার। বড় হয়ে নিঃসন্দেহে এই দিনটির জন্য গর্ববোধ করবে সে।(ছবি:টুইটার)

এই বয়সে বাবার কৃতিত্ব বোঝার ক্ষমতা নেই এমিলিয়ানো মার্টিনেজের একরত্তি মেয়ে এভার। বড় হয়ে নিঃসন্দেহে এই দিনটির জন্য গর্ববোধ করবে সে।(ছবি:টুইটার)

4 / 7
বাবা আমার বিশ্বজয়ী। সেলফি তো বনতা হ্যায়...।(ছবি:টুইটার)

বাবা আমার বিশ্বজয়ী। সেলফি তো বনতা হ্যায়...।(ছবি:টুইটার)

5 / 7
এক হাতে বিশ্বকাপ ট্রফি, কোলে ফুটফুটে মেয়ে। লাওতারো মার্টিনেজ আজ সব পেয়েছির দেশে। (ছবি:টুইটার)

এক হাতে বিশ্বকাপ ট্রফি, কোলে ফুটফুটে মেয়ে। লাওতারো মার্টিনেজ আজ সব পেয়েছির দেশে। (ছবি:টুইটার)

6 / 7
মাই ড্যাডি ইজ সুপারহিরো। ছেলেকে শান্তিকে কাঁধে নিয়ে গোল্ডেন গ্লাভস জয়ী এমি মার্টিনেজ।(ছবি:টুইটার)

মাই ড্যাডি ইজ সুপারহিরো। ছেলেকে শান্তিকে কাঁধে নিয়ে গোল্ডেন গ্লাভস জয়ী এমি মার্টিনেজ।(ছবি:টুইটার)

7 / 7
Follow Us: