Bangla News » Photo gallery » Beach Volleyball held for the second time at Commonwealth games 2022
CWG 2022: কমনওয়েলথ গেমসে আকর্ষণের কেন্দ্রবিন্দু যখন বিচ ভলিবল
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে (Commonwealth games 2022) এ বার অন্যতম আকর্ষণ বিচ ভলিবল। মাল্টি স্পোর্টস ইভেন্টে বিচ ভলিবল এই নিয়ে দ্বিতীয় বার খেলা হচ্ছে। এর আগে ২০১৮ সালে গোল্ড কোস্ট কমনওয়েলথে বিচ ভলিবলের অভিষেক হয়েছিল।
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে (Commonwealth games 2022) এ বার অন্যতম আকর্ষণ বিচ ভলিবল। মাল্টি স্পোর্টস ইভেন্টে বিচ ভলিবল এই নিয়ে দ্বিতীয় বার খেলা হচ্ছে। এর আগে ২০১৮ সালে গোল্ড কোস্ট কমনওয়েলথে বিচ ভলিবলের অভিষেক হয়েছিল। (ছবি-বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস ওয়েবসাইট)
1 / 5
এই নিয়ে কমনওয়েলথে দ্বিতীয়বার, বর্তমানে বার্মিংহ্যামে চলছে পুরুষ ও মহিলাদের বিচ ভলিবল ইভেন্ট। ২০২৬ সালে ভিক্টোরিয়া কমনওয়েলথ গেমসও থাকবে বিচ ভলিবল। (ছবি-বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস ওয়েবসাইট)
2 / 5
পুরুষ ও মহিলাদের বিচ ভলিবল ইভেন্টে মোট তিনটি করে পুল রয়েছে। এবং তিনটি পুলে (এ, বি, সি) চারটি করে দল রয়েছে। (ছবি-বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস ওয়েবসাইট)