National Games: সোনার স্বপ্নপূরণ, ছবিতে বাংলার কিছু মুহূর্ত…

Bengal Football Team : দীর্ঘ ৭ বছর পর হচ্ছে জাতীয় গেমস। ৩৬ তম জাতীয় গেমস অনবদ্য পারফরম্যান্স বাংলা ফুটবল দলের। অপরাজিত চ্যাম্পিয়ন হল তারা। জিতল সোনার পদক। ফাইনালে কেরলের মতো শক্তিশালী দলকে ৫ গোলের মালা পরাল বিশ্বজিৎ ভট্টাচার্যর ছাত্ররা। হ্যাটট্রিক করেন অধিনায়ক নরহরি শ্রেষ্টা।

| Edited By: | Updated on: Oct 12, 2022 | 8:45 AM
দীর্ঘ ৭ বছর পর হচ্ছে জাতীয় গেমস। ৩৬ তম জাতীয় গেমসে (36th National Games) অনবদ্য পারফরম্যান্স বাংলা ফুটবল দলের। অপরাজিত চ্যাম্পিয়ন হল তারা। (ছবি : আইএফএ)

দীর্ঘ ৭ বছর পর হচ্ছে জাতীয় গেমস। ৩৬ তম জাতীয় গেমসে (36th National Games) অনবদ্য পারফরম্যান্স বাংলা ফুটবল দলের। অপরাজিত চ্যাম্পিয়ন হল তারা। (ছবি : আইএফএ)

1 / 5
জিতল সোনার পদক। ফাইনালে কেরলের মতো শক্তিশালী দলকে ৫ গোলের মালা পরাল বিশ্বজিৎ ভট্টাচার্যর ছাত্ররা। হ্যাটট্রিক করেন অধিনায়ক নরহরি শ্রেষ্টা। (ছবি : আইএফএ)

জিতল সোনার পদক। ফাইনালে কেরলের মতো শক্তিশালী দলকে ৫ গোলের মালা পরাল বিশ্বজিৎ ভট্টাচার্যর ছাত্ররা। হ্যাটট্রিক করেন অধিনায়ক নরহরি শ্রেষ্টা। (ছবি : আইএফএ)

2 / 5
গত সন্তোষ ট্রফিতে কেরলের (Bengal vs Kerala) কাছে টাইব্রেকারে হার। ট্রফি হাতছাড়া হয়েছিল বাংলার। এ বার পাঁচ গোলে তার প্রতিশোধ নিল একঝাঁক নতুন মুখ নিয়ে গড়া বাংলা দল। (ছবি : আইএফএ)

গত সন্তোষ ট্রফিতে কেরলের (Bengal vs Kerala) কাছে টাইব্রেকারে হার। ট্রফি হাতছাড়া হয়েছিল বাংলার। এ বার পাঁচ গোলে তার প্রতিশোধ নিল একঝাঁক নতুন মুখ নিয়ে গড়া বাংলা দল। (ছবি : আইএফএ)

3 / 5
জাতীয় গেমস শুরুর আগে হাতে মাত্র সাত দিনের মতো সময় পেয়েছিলেন কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। এরই মধ্যে ৩০ জনের ট্রায়াল এবং প্রশিক্ষণ হয়। সেখান থেকে ২০ জনকে বেছে নেওয়া হয়। (ছবি : আইএফএ)

জাতীয় গেমস শুরুর আগে হাতে মাত্র সাত দিনের মতো সময় পেয়েছিলেন কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। এরই মধ্যে ৩০ জনের ট্রায়াল এবং প্রশিক্ষণ হয়। সেখান থেকে ২০ জনকে বেছে নেওয়া হয়। (ছবি : আইএফএ)

4 / 5
বাংলা ফুটবল সংস্থা, কোচের ভরসা রেখেছেন ফুটবলাররাও। অক্লান্ত পরিশ্রমে চ্যাম্পিয়ন হয়েছেন। শুক্রবার সোনার পদক (Gold Medal) সঙ্গী করেই বাংলায় ফিরছেন তাঁরা। (ছবি : আইএফএ)

বাংলা ফুটবল সংস্থা, কোচের ভরসা রেখেছেন ফুটবলাররাও। অক্লান্ত পরিশ্রমে চ্যাম্পিয়ন হয়েছেন। শুক্রবার সোনার পদক (Gold Medal) সঙ্গী করেই বাংলায় ফিরছেন তাঁরা। (ছবি : আইএফএ)

5 / 5
Follow Us: