Jhulan Goswami: মাল্টিপ্লেক্সে ঝুলনের শেষ ম্যাচে চোখ বাংলার উঠতি ক্রিকেটারদের
লর্ডসে আজ, ঝুলন গোস্বামীর শেষ আন্তর্জাতিক ম্যাচ। যার ফলে অভিনব আয়োজন সিএবির। শহরের এক মাল্টিপ্লেক্সে ঝুলনের শেষ ম্যাচের স্ক্রিনিংয়ের ব্যবস্থা। বাংলার বিভিন্ন বয়সভিত্তিক মহিলা ক্রিকেটারদের একসঙ্গে বসে খেলা দেখার ব্যবস্থা করল সিএবি। ঝুলুদির জন্য প্ল্যাকার্ড, ভুভুজেলা নিয়ে বড় পর্দায় খেলা দেখলেন ক্রিকেটাররা। সিএবির কর্তারা ছাড়াও হাজির প্রাক্তন ক্রিকেটাররা। শহরে ফিরলে তাঁকে সংবর্ধনা দেবে সিএবি।
Most Read Stories