Inside Story: ‘এ যন্ত্রণা দীর্ঘ, একদিনের হেডলাইন হতে পারে না’, শৈশবে যৌন হেনস্থা নিয়ে সরব যে সেলেবরা

Bollywood Gossip: ঘটনার বিস্তারিত জানাতে চাননি তিনি। কারণ হিসেবে বলেছিলেন, এটা একদিনের হেডলাইন হতে পারে না। আমি এই যন্ত্রণা দিয়ে গিয়েছি দীর্ঘ দিন।

| Edited By: | Updated on: Nov 14, 2022 | 12:55 PM
অনুষ্কা শঙ্কর- পণ্ডিত রবি শঙ্কর মেয়ে অনুষ্কা শঙ্কর ছোটবেলায় যৌন হেনস্থার শিকার হয়েছিলেন। পারিবারিক বন্ধুর দ্বারাই এই ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাঁকে। যাঁকে পরিবারের সকলে অন্ধের মতো ভরসা করেছিলেন, তিনিই দিনের পর দিন অনুষ্কাকে মানসিক ও শারীরিত নির্যাতন করেছেন।

অনুষ্কা শঙ্কর- পণ্ডিত রবি শঙ্কর মেয়ে অনুষ্কা শঙ্কর ছোটবেলায় যৌন হেনস্থার শিকার হয়েছিলেন। পারিবারিক বন্ধুর দ্বারাই এই ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাঁকে। যাঁকে পরিবারের সকলে অন্ধের মতো ভরসা করেছিলেন, তিনিই দিনের পর দিন অনুষ্কাকে মানসিক ও শারীরিত নির্যাতন করেছেন।

1 / 5
কল্কি কোয়েচলিন- কল্কি কোয়েচলিন বরাবরই স্পষ্ট কথা বলতে পিছপা হন না। শৈশবের ভয়ানক অভিজ্ঞতার কথাও শেয়ার করতে তিনি দুবার ভাবেননি। নিজেই জানিয়েছিলেন, তিনি শৈশবে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। তবে ঘটনার বিস্তারিত জানাতে চাননি তিনি। কারণ হিসেবে বলেছিলেন, এটা একদিনের হেডলাইন হতে পারে না। আমি এই যন্ত্রণা দিয়ে গিয়েছি দীর্ঘ দিন।

কল্কি কোয়েচলিন- কল্কি কোয়েচলিন বরাবরই স্পষ্ট কথা বলতে পিছপা হন না। শৈশবের ভয়ানক অভিজ্ঞতার কথাও শেয়ার করতে তিনি দুবার ভাবেননি। নিজেই জানিয়েছিলেন, তিনি শৈশবে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। তবে ঘটনার বিস্তারিত জানাতে চাননি তিনি। কারণ হিসেবে বলেছিলেন, এটা একদিনের হেডলাইন হতে পারে না। আমি এই যন্ত্রণা দিয়ে গিয়েছি দীর্ঘ দিন।

2 / 5
অক্ষয় কুমার- মাত্র ছয় বছর বয়সে ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন অক্ষয় কুমার। এক আত্মীয়র বাড়ি গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁকে বাজে ভাবে ছোঁয়া হয়। তারপর সে তাঁর বাবাকে জানালেন, পরিবারের তরফ থেকে পুলিশে অভিযোগ করা হয়।

অক্ষয় কুমার- মাত্র ছয় বছর বয়সে ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন অক্ষয় কুমার। এক আত্মীয়র বাড়ি গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁকে বাজে ভাবে ছোঁয়া হয়। তারপর সে তাঁর বাবাকে জানালেন, পরিবারের তরফ থেকে পুলিশে অভিযোগ করা হয়।

3 / 5
অনুরাগ কাশ্যপ- টানা এগারো বছর ধরে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন শৈশবে অনুরাগ কাশ্যপ। তবে সেই দুঃস্বপ্ন আমি পিছনে ফেলেই এগিয়ে যেতে চেয়েছি বলে জানান অনুরাগ কাশ্যপ। আজও যখনও সেই ব্যক্তির সঙ্গে অনুরাগের দেখা হয়, সে অপরাধ বোধেই ভোগে।

অনুরাগ কাশ্যপ- টানা এগারো বছর ধরে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন শৈশবে অনুরাগ কাশ্যপ। তবে সেই দুঃস্বপ্ন আমি পিছনে ফেলেই এগিয়ে যেতে চেয়েছি বলে জানান অনুরাগ কাশ্যপ। আজও যখনও সেই ব্যক্তির সঙ্গে অনুরাগের দেখা হয়, সে অপরাধ বোধেই ভোগে।

4 / 5
সোফিয়া হায়াত- বিদেশে জন্ম সোফিয়ার। তিনি জানিয়েছিলেন মাত্র ১০ বছর বয়সে সে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন নিজের পরিবারের সদস্যের হাতেই। তারপর থেকেই তিনি ভয়ে-ভয়ে দিন কাটাতেন।

সোফিয়া হায়াত- বিদেশে জন্ম সোফিয়ার। তিনি জানিয়েছিলেন মাত্র ১০ বছর বয়সে সে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন নিজের পরিবারের সদস্যের হাতেই। তারপর থেকেই তিনি ভয়ে-ভয়ে দিন কাটাতেন।

5 / 5
Follow Us: