Relationship Gossip: আইনি মতে আজও তাঁরা স্বামী-স্ত্রী, অথচ এক ছাদের তলায় থাকতে নারাজ যে সেলেবজুটি

Retro Gossip: বলিউডে সম্পর্ক ভাঙা, বিচ্ছেদ, এগুলো নতুন নয়। একাধিক জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েও কোথাও গিয়ে যেন একটা সময়ের পর পথ আলাদা করে নিতে চায়।

| Edited By: | Updated on: Oct 08, 2022 | 2:29 PM
বলিউডে সম্পর্ক ভাঙা, বিচ্ছেদ, এগুলো নতুন নয়। একাধিক জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েও কোথাও গিয়ে যেন একটা সময়ের পর পথ আলাদা করে নিতে চায়। তবে কেউ সমাজ কেউ সন্তানের মুখ চেয়ে ডিভোর্স পর্যন্ত এগোয় না। সেই তালিকায় থেকে অন্যতম চার বলিউড জুটির রইল খোঁজ।

বলিউডে সম্পর্ক ভাঙা, বিচ্ছেদ, এগুলো নতুন নয়। একাধিক জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েও কোথাও গিয়ে যেন একটা সময়ের পর পথ আলাদা করে নিতে চায়। তবে কেউ সমাজ কেউ সন্তানের মুখ চেয়ে ডিভোর্স পর্যন্ত এগোয় না। সেই তালিকায় থেকে অন্যতম চার বলিউড জুটির রইল খোঁজ।

1 / 5
ঐশ্বর্য-ধনুশ- দক্ষিণী এই স্টারজুটি বর্তমানে এক সঙ্গে থাকেন না। তাঁদের যে বিবাহ বিচ্ছেদ হয়েছে সেই খবর কম বেশি সকলের কাছেই রয়েছে। তবে সেই বিচ্ছেদ খাতায় কলমে নয়। এখনও পর্যন্ত তাঁদের আইনি মতে বিবাহ বিচ্ছেদ হয়নি।

ঐশ্বর্য-ধনুশ- দক্ষিণী এই স্টারজুটি বর্তমানে এক সঙ্গে থাকেন না। তাঁদের যে বিবাহ বিচ্ছেদ হয়েছে সেই খবর কম বেশি সকলের কাছেই রয়েছে। তবে সেই বিচ্ছেদ খাতায় কলমে নয়। এখনও পর্যন্ত তাঁদের আইনি মতে বিবাহ বিচ্ছেদ হয়নি।

2 / 5
ডিম্পল-রাজেশ খান্না- ডিম্পল কপাডিয়ার সঙ্গে রাজেশ খান্নার বিয়ে হয় রাজ কাপুরের তৎপরতায়। তবে তাঁদের মধ্যে ছিল বয়সের বিশাল ফারাক। আর ঠিক সেই কারণেই তাঁদের বিয়ে টেকেনি বলে অনুমান সকলের। তবে আইনি মতে তাঁরা স্বামী স্ত্রী ছিলেন।

ডিম্পল-রাজেশ খান্না- ডিম্পল কপাডিয়ার সঙ্গে রাজেশ খান্নার বিয়ে হয় রাজ কাপুরের তৎপরতায়। তবে তাঁদের মধ্যে ছিল বয়সের বিশাল ফারাক। আর ঠিক সেই কারণেই তাঁদের বিয়ে টেকেনি বলে অনুমান সকলের। তবে আইনি মতে তাঁরা স্বামী স্ত্রী ছিলেন।

3 / 5
রাখী-গুলজার- রাখী ও গুলজারের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের মেয়ে জন্মের এক বছর পরই। তবে মেয়ের জন্য তাঁরা স্থির করেছিলেন একসঙ্গে থাকবেন। ফলে ৪০ বছর কেটে গেলেও তাঁরা ডিভোর্স ফাইল করেননি।

রাখী-গুলজার- রাখী ও গুলজারের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের মেয়ে জন্মের এক বছর পরই। তবে মেয়ের জন্য তাঁরা স্থির করেছিলেন একসঙ্গে থাকবেন। ফলে ৪০ বছর কেটে গেলেও তাঁরা ডিভোর্স ফাইল করেননি।

4 / 5
ববিতা কাপুর ও রণধীর কাপুর- প্রেমে পড়েই একে অন্যকে বিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন ববিতা ও রণধীর কাপুর। তাঁদের দুই সন্তানের জন্মের পর তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে দুজনেই স্থির করেছিলেন, যে তা প্রকাশ্যে নিয়ে আসার কোনও প্রয়োজন নেই। তাই আইনি মতে ডিভোর্স হয়নি।

ববিতা কাপুর ও রণধীর কাপুর- প্রেমে পড়েই একে অন্যকে বিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন ববিতা ও রণধীর কাপুর। তাঁদের দুই সন্তানের জন্মের পর তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে দুজনেই স্থির করেছিলেন, যে তা প্রকাশ্যে নিয়ে আসার কোনও প্রয়োজন নেই। তাই আইনি মতে ডিভোর্স হয়নি।

5 / 5
Follow Us: